Assembly Election Results LIVE: আজ সংকল্প, বিচারধারা, আত্মনির্ভর ভারতের জয়: নরেন্দ্র মোদি
Assembly Election Result 2023 Live: রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়ে দুর্নীতির অভিযোগে আক্রমণে মোদি

Background
নয়া দিল্লি: আজ চার রাজ্যে ভোটগণনা (Assembly Election Results) শুরু। মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলঙ্গানা, ছত্তীসগঢ়ে শুরু ভোটগণনা। প্রথমে শুরু পোস্টাল ব্যালট (Postal Ballot) গণনা। পোস্টাল ব্যালটের পর খোলা হবে ইভিএম (EVM)।
২০২৪-র লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগে আজ ৪ রাজ্যের রায়। কার দখলে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় ও তেলঙ্গানা? ছত্তীসগঢ় ও রাজস্থানে কি ক্ষমতা ধরে রাখতে পারবে কংগ্রেস? নাকি পাঁচ বছর বিরোধী থাকার পর ক্ষমতায় ফিরবে বিজেপি? কার দখলে মধ্যপ্রদেশ ও তেলঙ্গানা?
ভোর থেকে দিল্লিতে তৎপরতা। কর্মীদের জন্য চলছে রান্না। কয়েক হাজার কর্মী সমর্থকের খাওয়ার আয়োজন চলছে বিজেপির সদর দফতরে।
'যে আদিবাসী সমাজকে কংগ্রেস কখনও ঘুরেও দেখেনি, তারাই কংগ্রেসকে সাফ করে দিয়েছে'
এদিন মোদি বলেন, 'যে আদিবাসী সমাজকে কংগ্রেস কখনও ঘুরেও দেখেনি, তারাই কংগ্রেসকে সাফ করে দিয়েছে। রাজস্থানে গিয়ে বলেছিলাম রাজস্থানে আর কংগ্রেস থাকবে না, তাই হয়েছে। ছত্তীসগঢ়ে গিয়ে বলেছিলাম, সরকার গঠনের আমন্ত্রণ জানাতে এসেছি, তাই হয়েছে। প্রতিটি ভোটে তেলঙ্গানায় বিজেপি বাড়ছে, আমরা আপনাদের সেবায় কোনও ফাঁক রাখবে না। এই ভোটের ফল, শুধু রাজ্যে সীমাবদ্ধ থাকবে না, আরও দূরে যাবে'
'আজ সংকল্প, বিচারধারা, আত্মনির্ভর ভারতের জয়' বললেন নরেন্দ্র মোদি
'আজ সংকল্প, বিচারধারা, আত্মনির্ভর ভারতের জয়। তেলঙ্গানাতেও ক্রমশ বিজেপির প্রতি সমর্থন বাড়ছে। সুশাসনের জয় হয়েছে' বললেন নরেন্দ্র মোদি





















