Loksabha Election 2024: লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণায় নজির, শায়েরির মোড়কে সচেতনতার বার্তা মুখ্য় নির্বাচন কমিশনারের
Lok Sabha Elections: শনিবার লোকসভা ভোটের দিনক্ষণ জানানোর পাশাপাশি, রাজনৈতিক নেতাদের কুকথা থেকে ইভিএমের বিশ্বাসযোগ্য়তা নিয়েও মুখ খোলেন মুখ্য় নির্বাচন কমিশনার রাজীব কুমার।
নয়াদিল্লি: সাংবাদিক বৈঠক ছিল লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) নির্ঘণ্ট ঘোষণার, তবে সেখানে আলাদাভাবে নজর কাড়ল মুখ্য় নির্বাচন কমিশনারের বলা কবিতা। রাজনৈতিক দলগুলোকে ব্য়ক্তিগত আক্রমণ থেকে বিরত থাকার বার্তা দিতে গিয়ে, বারবার শায়েরির শরণাপন্ন হলেন মুখ্য় নির্বাচন কমিশনার রাজীব কুমার (Rajiv Kumar)।
শায়েরিতে সচেতনতা-বার্তা: শায়েরির মোড়কে সচেতনতার বার্তা। শনিবার লোকসভা ভোটের দিনক্ষণ জানানোর পাশাপাশি, রাজনৈতিক নেতাদের কুকথা থেকে ইভিএমের বিশ্বাসযোগ্য়তা নিয়েও মুখ খোলেন মুখ্য় নির্বাচন কমিশনার রাজীব কুমার। আর তা করতে গিয়েই তিনি আশ্রয় নেন কবিতার। রাজনৈতিক দলগুলোর উদ্দেশে, ব্য়ক্তিগত আক্রমণ থেকে বিরত থাকার বার্তা দিতে গিয়ে উর্দু কবি বশির বদ্রর কবিতা উল্লেখ করেন তিনি। রাজীব কুমার বলেন, “দুশমনি জম কর করো, লেকিন ইয়ে গুজারিশ রহে, জব কভি হাম দোস্ত হো যায়ে, তো শর্মিন্দা না হো...।’’ ভোট-প্রচারে কুকথার ছড়াছড়ি কিংবা সোশাল মিডিয়ায় বেলাগাম আক্রমণ কোনও নতুন বিষয় নয়। তা নিয়ে রাজনৈতিক দলগুলিকে সতর্ক করতে গিয়ে কবিতা শোনান রাজীব কুমার। মুখ্য় নির্বাচন কমিশনার বলেন, “হরিমন ধাগা প্রেম কা, মত তোড়ো ছিটকায়, টুটে সে ফির না মিলে, মিলে গাঁট পরিযায়।’’ ইভিএমের বিশ্বাসযোগ্য়তা নিয়ে যাঁরা প্রশ্ন তুলেছেন, তাঁদের কটাক্ষ করতে গিয়েও, শায়েরিই বেছে নেন মুখ্য় নির্বাচন কমিশনার। রাজীব কুমার বলেন, “অধুরি হসরতো কা ইলজাম হরবার হাম পর লাগানা ঠিক নহি, ওয়াফা খুদ সে নেহি হোতি খতা ইভিএম কি করতে হো।’’
১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে ১৮তম লোকসভা নির্বাচন। এবার মোট ৭ দফায় হবে লোকসভা নির্বাচন। আর ৭ দফাতেই ভোট রয়েছে পশ্চিমবঙ্গে। ফল ঘোষণা হবে ৪ জুন। নির্বাচন কমিশনের চ্য়ালেঞ্জের কথা বলতে গিয়ে এদিন চারটি 'M'-এর উল্লেখ করেন রাজীব কুমার। মাসল অর্থাৎ পেশিশক্তি, মানি অর্থাৎ অর্থশক্তি, মিস ইনফরমেশন অর্থাৎ ভুয়ো তথ্য, এবং মডেল কোড অফ কনডাক্ট অর্থাৎ আদর্শ নির্বাচনী আচরণবিধি। এই চ্য়ালেঞ্জ পেরিয়ে, লোকসভা নির্বাচন সুষ্ঠুভাবে করতে তাঁদের কী পরিকল্পনা, তাও এদিন জানান মুখ্য় নির্বাচন কমিশনার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Arjun Singh: 'নৈহাটিতে শেখ শাহজাহানের জমি আছে' পার্থর বিরুদ্ধে বিস্ফোরক অর্জুন