এক্সপ্লোর
মুসলিমদের ভোট বিভাজনের চেষ্টা নিয়ে মন্তব্য করায় নভজ্যোত সিং সিধুকে শো’কজ নির্বাচন কমিশনের
বিহারে মুসলিমদের ভোট বিভাজনের চেষ্টা করা হচ্ছে, বারাসোলের জনসভা থেকে করা এই মন্তব্যের জন্য কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধুকে শো’কজ করল নির্বাচন কমিশন

নয়াদিল্লি: বিহারে মুসলিমদের ভোট বিভাজনের চেষ্টা করা হচ্ছে, বারাসোলের জনসভা থেকে করা এই মন্তব্যের জন্য কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধুকে শো’কজ করল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন জানায়, ভারতীয় আচরণবিধি ও নির্বাচনী নিয়ম ভেঙেছেন নভজ্যোত। সেইসঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশ ভেঙ্গে রাজনৈতিক নির্বাচনী প্রচারের মধ্যে ধর্মকে টেনে এনেছেন তিনি। আগামী ২৪ ঘন্টার মধ্যে এরকম মন্তব্যের উত্তর চাওয়া হয়েছে নভযোতের কাছে। ভারতীয় দণ্ডবিধি ও জনপ্রতিনিধিত্ব আইনের ১২৩ নং ধারা অনুযায়ী বিহারের কাঠিহারে নভজ্যোত বিরুদ্ধে একটি এফআইআরও দায়ের করা হয়েছে। জনপ্রতিনিধিত্ব আইনের ১২৩ নং ধারায় কোনো জনপ্রতিনিধি বা তার কোনো কর্মীর ধর্ম, ভাষা ও জাতপাতের অজুহাতে দুটি ভিন্ন ধর্মের মানুষের মধ্যে শত্রুতা বা ঘৃণার আবহ তৈরী করা অপরাধ। ১৬ই এপ্রিল বিহারের কাঠিহারে সভা ছিল কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধুর। বারাসোলের সেই সভা থেকেই মুসলিমদের উদ্দেশ্য করে তিনি বলেন, “ আপনারা নিজেদের সংখ্যালঘু ভাববেন না। মুসলিম ধর্মের মানুষেরাই এখানে সংখ্যাগুরু। প্রায় ৬৪ শতাংশ মানুয এখানে মুসলিম সম্প্রদায়ভুক্ত। আপনারা ওয়াইসির(প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়া মজলিশ-ই-ইটেহাদুল মুসলিমিন) দ্বারা প্ররোচিত হবেন না। ওরা বিজেপি চালিত।’’
নির্বাচন 2025 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন

















