এক্সপ্লোর
পণের অভিযোগে স্ত্রী-শাশুড়ির অত্যাচার! গুজরাতে ভোটে লড়ছেন ‘পীড়িত স্বামীদের’ সংস্থার প্রধান

ফাইল ছবি
আমদাবাদ: পণ চাওয়ার অভিযোগে স্ত্রী ও শাশুড়িরা অত্যাচার চালাচ্ছেন, এই অভিযোগে এবার ‘পীড়িত স্বামীদের’ পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে লোকসভা নির্বাচনে লড়াই করছেন অখিল ভারতীয় পত্নী অত্যাচার বিরোধী সঙ্ঘের প্রধান দশরথ দেবদা। তিনি ভোটে জিতলে অত্যাচারিত স্বামীদের হয়ে সোচ্চার হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। গুজরাতের আমদাবাদ-পূর্ব লোকসভা কেন্দ্রে নির্দল দশরথ। এর আগে তিনি ২০১৪ সালের লোকসভা নির্বাচন এবং ২০১৭ সালের বিধানসভা নির্বাচনেও প্রার্থী হন। তিনি জানিয়েছেন, ‘পণের নামে যে পুরুষদের উপর অত্যাচার চালাচ্ছেন স্ত্রী ও শাশুড়িরা, তাঁদের হয়ে আমি লড়াই চালিয়ে যাব। আমি অন্য প্রার্থীদের মতো প্রচারে টাকা খরচ করি না। আমি বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাই এবং পুরুষদের সমানাধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিই। ভারতীয় দণ্ডবিধির ৪৯৮ ধারা ব্যবহার করে যে পুরুষদের হেনস্থা করছেন তাঁদের স্ত্রীরা, ভোটে জিতলে সেই পুরুষদের হয়ে কথা বলব। আমি বিশ্বাস করি, পুরুষ ও মহিলাদের সমান অধিকার থাকা উচিত। প্রতি বছর স্ত্রীর হেনস্থার জেরে আত্মহত্যা করছেন কয়েকশো পুরুষ। এটা বন্ধ করার উদ্যোগ নিতে হবে আমাদের।’ দশরথ আরও জানিয়েছেন, তাঁর সংগঠনের সদস্য সংখ্যা ৬৯,০০০। গত লোকসভা নির্বাচনে তিনি ২,৩০০ ভোট পেয়েছিলেন। বিধানসভা নির্বাচনে পান ৪০০ ভোট।
নির্বাচন 2025 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















