এক্সপ্লোর
Advertisement
আমরা লালবাতি বন্ধ করে গরিবদের ঘরে আলো এনে দিয়েছি, বিহারে ভোটপ্রচারে মোদি
‘প্রথম চার দফার ভোটে সারা দেশে বিজেপি-র পক্ষে ঢেউ দেখা যাচ্ছে। শেষ তিন দফার ভোটে এনডিএ-র জয়ের মাত্রা এবং বিরোধীদের হারের বিশালতা ঠিক হবে।’
মুজফফরপুর: লোকসভা নির্বাচনের প্রচারে বিহারের মুজফফরপুরে গিয়ে বিরোধী দলগুলিকে আক্রমণের পাশাপাশি মানুষের জন্য গত পাঁচ বছরে নিজের সরকারের কাজকর্মের কথাও উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সরকারের গরিবদরদী মনোভাবের কথা বলতে গিয়ে তাঁর মন্তব্য, ‘আমরা লালবাতি দূর করে সব গরিবের ঘরে বাতি (বিদ্যুৎ) পৌঁছে দিয়েছি।’
মোদি আরও বলেন, ‘প্রথম চার দফার ভোটে সারা দেশে বিজেপি-র পক্ষে ঢেউ দেখা যাচ্ছে। শেষ তিন দফার ভোটে এনডিএ-র জয়ের মাত্রা এবং বিরোধীদের হারের বিশালতা ঠিক হবে। বিহারে আপনারা বিজেপি, জেডিইউ বা এলজেপি, যে দলকেই ভোট দিন না কেন, আপনাদের সমর্থন যাবে মোদির পক্ষে।’
নাম না করে আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবকে আক্রমণ করে মোদি বলেন, ‘যাঁরা জামিন পাওয়ার জন্য আদালতে যাচ্ছেন, তাঁরা নয়াদিল্লিতে মজবুত সরকারকে ভয় পাচ্ছেন। বিরোধী দলগুলি জয় পাওয়ার জন্য নয়, নিজেদের শক্তি বাড়ানোর লক্ষ্যেই লড়াই করছে। সাবধান, যদি ওদের শক্তি বাড়ে, তাহলে বিহারে অরাজকতার দিন ফিরে আসবে। মেয়েরা বাড়ির বাইরে আর নিরাপদ থাকবে না। মানুষকে হয়তো সন্ধের পর বাড়িতে থাকতে হবে।’
নির্বাচন ২০২8 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
হুগলি
Advertisement