কংগ্রেস টিকিট দেয়নি, চন্ডীগড়ে প্রার্থী পবন বনসল, রাগে ফুঁসছেন সিধুর স্ত্রী নভজ্যোত কৌর
![কংগ্রেস টিকিট দেয়নি, চন্ডীগড়ে প্রার্থী পবন বনসল, রাগে ফুঁসছেন সিধুর স্ত্রী নভজ্যোত কৌর Lok Sabha Eelection 2019: Congress picks Pawan Kumar Bansal For Chandigarh Lok Sabha Constituency,upsets Navjot Kaur কংগ্রেস টিকিট দেয়নি, চন্ডীগড়ে প্রার্থী পবন বনসল, রাগে ফুঁসছেন সিধুর স্ত্রী নভজ্যোত কৌর](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/04/04180257/Kaur.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
চণ্ডীগড়: লোকসভা ভোটে চণ্ডীগড় থেকে প্রার্থী হতে চেয়েছিলেন নভজ্যোত সিং সিধুর স্ত্রী নভজ্যোত কৌর। সেই মতো নিয়ম করে চণ্ডীগড়ে দলীয় কর্মসূচিতেও নিজেকে সামিল করছিলেন তিনি। দলের একাংশও একটা সময় মনে করেছিল তাঁকেই প্রার্থী করা হবে। তবে মঙ্গলবারের ঘোষণার পরই স্বপ্নভঙ্গ হয় নভজ্যোত কৌরের। চণ্ডীগড়ের প্রার্থী হিসেবে চার বারের সাংসদ তথা প্রাক্তন রেলমন্ত্রী পবন কুমার বনসলের নাম ঘোষণা করে কংগ্রেস হাইকমান্ড।
দলের এই সিদ্ধান্তে যে তিনি খুশি নন, তা সাফ জানিয়ে দিলেন অমৃতসরের (পূর্ব) বিধায়ক তথা পঞ্জাবের উপ-মুখ্যমন্ত্রী সিধুর স্ত্রী নভজ্যোত কৌর। তাঁর কথায়, “আমি খুশি হতাম যদি একজন মহিলার কাজ করার ইচ্ছাকে সম্মান জানানো হত। আমি দলের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। তিনি (পবন বনসল) একজন সিনিয়র নেতা। এমনটা নয় যে, তিনি নতুন।” একই সঙ্গে তিনি জানান, প্রার্থীর প্রয়োজনে কাজ করতেও তিনি রাজি। পবন বনসল যদি তাঁকে ডাকে, তাহলে তিনি অবশ্যই যাবেন।
উল্লেখ্য, ২০১৪ সালে এই কেন্দ্র থেকে জিতেছেন বিজেপির তারকা প্রার্থী কিরণ খের। সেবার পবন বনসলকে হারিয়ে সাংসদ হয়েছিলেন তিনি। এবার ফের কিরণ খেরকেই এই কেন্দ্র থেকে প্রার্থী করেছে বিজেপি। প্রার্থীর বদল করল না কংগ্রেসও।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)