এক্সপ্লোর
Advertisement
কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহের হয়ে জম্মুতে প্রচার, কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত একটাই ভারত, মেহবুবা, ওমরকে নিশানা গম্ভীরের
মেহবুবা, ওমর ৩০ বছরের ওপর ক্ষমতায় থাকলেও রাজ্যের জন্য কিছুই করেননি বলে অভিযোগ করেন গম্ভীর। বলেন, ওঁরা নিজেদের স্বার্থের অতিরিক্ত কিছু ভাবেন না। এ ধরনের রাজনীতি থেকে ওঁরা কিছুই পাবেন না। এমন সব কথা বলছেন, যাতে ওঁদের স্বরূপ উন্মোচিত, ওঁরা নিজেদের অপ্রাসঙ্গিক করে তুলছেন। ওঁদের সন্তানরা রাজ্যের বাইরে পড়াশোনা করে, অন্যত্র ওঁরা সম্পত্তি কিনেছেন, এ ধরনের রাজনীতি আর মানুষ গ্রহণ করবেন না।
নয়াদিল্লি: কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহের হয়ে জম্মুর উধমপুর, কাঠুয়ায় প্রচার গৌতম গম্ভীরের। সদ্য বিজেপিতে যোগ দেওয়া দেশের প্রাক্তন ক্রিকেটার সেখানে জনসভায় বলেছেন, কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত একটাই ভারত। জম্মু কাশ্মীরের জন্য পৃথক প্রধানমন্ত্রীর স্বপ্ন কোনওদিনই সফল হবে না। আমরা তা হতে দেব না।
বিজেপি তাদের নির্বাচনী ইস্তাহারে জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা, ক্ষমতা দেওয়া সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের দাবির প্রতি দায়বদ্ধতার কথা ফের বলেছে। কিন্তু রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা সম্প্রতি দাবি করেন, ৩৭০ ধারা বাতিলের অর্থ, রাজ্যে ভারতীয় সংবিধান আর প্রযোজ্য হবে না। ভারতীয়রা এটা না বুঝলে ‘হারিয়ে যাবে’, সেখানেই ‘কাহিনির অবসান হবে’। দিনকয়েক আগে আরেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গেও বাকযুদ্ধ হয় গম্ভীরের। জম্মু ও কাশ্মীরের স্বশাসন ফেরানোর দাবি করে ওমর সওয়াল করেন, রাজ্যের আলাদা প্রধানমন্ত্রী পদ থাকা উচিত। তাঁর দল সেই চেষ্টাই করবে। ওমর, মেহবুবার সঙ্গে ট্যুইট যুদ্ধ হয় তাঁর। মেহবুবাকে নিশানা করে গম্ভীর ট্যুইট করেন, এটা ভারত, তোমার মতো কলঙ্ক নয় যে আচমকা উবে যাবে। পাল্টা জবাব দেন মেহবুবা, গম্ভীরকে ব্লকও করেন।
মেহবুবা, ওমর ৩০ বছরের ওপর ক্ষমতায় থাকলেও রাজ্যের জন্য কিছুই করেননি বলে অভিযোগ করেন গম্ভীর। বলেন, ওঁরা নিজেদের স্বার্থের অতিরিক্ত কিছু ভাবেন না। এ ধরনের রাজনীতি থেকে ওঁরা কিছুই পাবেন না। এমন সব কথা বলছেন, যাতে ওঁদের স্বরূপ উন্মোচিত, ওঁরা নিজেদের অপ্রাসঙ্গিক করে তুলছেন। ওঁদের সন্তানরা রাজ্যের বাইরে পড়াশোনা করে, অন্যত্র ওঁরা সম্পত্তি কিনেছেন, এ ধরনের রাজনীতি আর মানুষ গ্রহণ করবেন না।
জিতেন্দ্র সিংহ উধমপুর কেন্দ্রে ফের জয়ের জন্য লড়ছেন। উধমপুর, কাঠুয়া, রিয়াসি, রামবন, কিস্তোয়ার, ডোডা-এই ৬ টি জেলা নিয়ে উধমপুর।
তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেখে অনুপ্রাণিত হয়েই দুনিয়ার সবচেয়ে বড় রাজনৈতিক দল বিজেপিতে যোগ দিয়েছেন বলেও জানান গম্ভীর। মোদি ব্যাপক হারে উন্নয়ন সুনিশ্চত করেছেন, দেশকে দুনিয়ার এক মহাশক্তিতে পরিণত করার জন্য লাগাতার চেষ্টা চালাচ্ছেন বলেও দাবি করেন। বলেন, মোদিই একমাত্র প্রধানমন্ত্রী যিনি গত ৫ বছরে ৮-১০ বার এই রাজ্যে এসেছেন। আর কোনও প্রধানমন্ত্রীই নিজের শাসনকালের মধ্যে এতবার রাজ্য সফর করেননি। এটা মোদির নিষ্ঠা, রাজ্যকে সঙ্কটমুক্ত করার সংকল্প দেখিয়ে দেয়।
উধমপুরের ভোটারদের জিতেন্দ্রকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে তাঁকে সবচেয়ে পরিশ্রমী, আন্তরিক, দায়বদ্ধ বলে উল্লেখ করেন, তিনি নিজের কেন্দ্রের উন্নয়ন সুনিশ্চিত করেছেন বলেও জানান গম্ভীর।
নির্বাচন ২০২8 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement