এক্সপ্লোর
Advertisement
এবারের নির্বাচনে বাংলা দিল্লির সরকার তৈরি করবে, তাই বিয়াল্লিশে বিয়াল্লিশ চাই: মমতা
রবিবার জলপাইগুড়ির ময়নাগুড়িতে মোদি সরকরাকে ফের একবার আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে রাখলেন, আগামী কেন্দ্রীয় সরকার গড়তে নির্ণায়ক ভূমিকা নেবে বাংলা।
জলপাইগুড়ি: নির্বাচন যত এগিয়ে আসছে, ততই পারদ চড়ছে রাজনৈতিক দলগুলির। রবিবার জলপাইগুড়ির ময়নাগুড়িতে মোদি সরকরাকে ফের একবার আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে রাখলেন, আগামী কেন্দ্রীয় সরকার গড়তে নির্ণায়ক ভূমিকা নেবে বাংলা। তৃণমূলকে ভোট দিতে সকলকে আহ্বান করে বললেন, ‘এবারের নির্বাচনে বাংলা দিল্লির সরকার তৈরি করবে। তাই বাংলায় বিয়াল্লিশে বিয়াল্লিশ চাই।’ এবার দেখে নেব, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী কী বলেছেন ময়নাগুড়িতে--
# ‘আজ আপনারা যা পেয়েছেন, স্বাধীনতার পর থেকে তা পাননি।’
# ‘জলপাইগুড়ি জেলার সার্কিট বেঞ্চ আমরা তৈরি করেছি, প্রধানমন্ত্রী এসে নাটক করেছেন।’
# ‘ওরা না দিয়েছে জমি, না দিয়েছে টাকা, ওরা ধাপ্পা দেওয়া ছাড়া কিছু করেনি।’
# ‘মন্ত্রী বলে গেলেন, সাতটা চা বাগান অধিগ্রহণ হবে।’
# ‘আজ পর্যন্ত একটাও অধিগ্রহণ হয়নি।’
# ‘এরা বসন্তের কোকিলের মতো ডাকতে আসে।’
# ‘ভোট হয়ে গেলেই আর আসে না।’
# ‘আমি প্রতি মাসে উত্তরবঙ্গে আসি।’
# ‘যারা তরাই-ডুয়ার্সে দাঙ্গা লাগিয়েছিল, তারা আজ বিজেপির প্রার্থী।’
# ‘আমরা ক্ষমতায় আসার আগে জঙ্গলমহলে বহু মানুষ খুন হতো।’
# ‘তখন কেন মোদিবাবুর টিকি দেখা যায়নি।’
# ‘আজ যখন সব শান্ত, তখন আপনাদের হিংসে হচ্ছে।’
# ‘মোদি এক্সপায়ারি বাবু, এক্সপায়ারি প্রাইম মিনিস্টার।’
# ‘পাহাড়ে যখন অশান্তি চলছিল, একবারও খোঁজ নিয়েছিলেন?’
# ‘নির্বাচনের সময় ভোট চাইতে লজ্জা করে না?’
# ‘বাংলার নাম বদল পর্যন্ত আটকে রেখে দিয়েছে।’
# ‘বাংলাকে এত হিংসে কেন?’
# ‘কিলো কিলো কুত্সা করে বেড়াচ্ছে।’
# ‘মানুষ মেরে মানুষ প্রেম, বিজেপি তোমায় শেম শেম।’
# ‘গরিব মানুষ না খেতে পেলে একপয়সাও দেয় না।’
# ‘এখন টাকা দিয়ে ভোট কিনতে চাইছে।’
# ‘এত বড় কেলেঙ্কারির নির্বাচন আগে হয়নি।’
# ‘কোটি কোটি টাকা নিয়ে রাস্তায় নেমেছে।’
# ‘অনেক প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করেছি।’
# ‘আপনার মতো অসৌজন্যের কথা বলা প্রধানমন্ত্রী দেখিনি।’
# ‘২০১৬ সালে, ২০১৪ সালেও সারদা-নারদার কথা বলেছেন।’
# ‘আপনার নেতা সারদা-নারদার নেতা, তৃণমূলের নয়।’
# ‘আপনি কেলেঙ্কারিতে অভিযুক্তদের নিয়ে মিটিং করছেন।’
# ‘আপনি আবার তৃণমূলের বিরুদ্ধে কী করে অভিযোগ করেন।’
# ‘দিদি বন্দুকের সামনে লড়াই করে।’
# ‘আপনার মতো ডাকাতদের ভয় পায় না দিদি।’
# ‘ওরা সেনার নামেও মিথ্যে কথা বলে।’
# ‘ভাবছেন দুজন পুলিশ অফিসারকে সরিয়ে নির্বাচন জিতবেন?’
# ‘সব অফিসারই আমাদের অফিসার।’
# ‘কমিশন তাহলে ক্যাবিনেট সচিবকেও সরাক।’
# ‘আপনি যখন ক্ষমতায় থাকবেন না, ক’টা সিবিআই হয় দেখব।’
# ‘আগের বার বলল আমি চা-ওয়ালা।’
# ‘লোকে বলছে, চা-ওয়ালা পালিয়েছে।’
# ‘এখন নিজেকে চৌকিদার বলছে।’
# ‘আয়ুষ্মান ভারতের ভাঁওতার মধ্যে আমরা কেন যাব?’
# ‘আমরা ওদের টাকা না দিয়ে নিজেদের প্রকল্প তৈরি করব।’
# ‘কৃষকদের শস্যবিমার টাকা আমরা দিচ্ছি।’
# ‘বিজেপির রাজ্যগুলো কিছু করতে পারে না।’
# ‘রাজ্যের ৯৮ শতাংশ পরিবার কোনও না কোনও সুবিধা পেয়েছে।’
# ‘ভোট এলেই বাজে কথা বলে এরা।’
# ‘প্রধানমন্ত্রী এখন এক্স প্রাইম মিনিস্টার।’
# ‘নির্বাচন ঘোষণার পর তিনি ঠুঁটো জগন্নাথ।’
# ‘আপনার আমলে বেকারত্ব সর্বাধিক কেন?’
# ‘নোটবন্দির জেরে দু’কোটি লোক চাকরি হারিয়েছেন।’
# ‘১৫ লক্ষ টাকা দেবে বলেছিল।’
# ‘প্রধানমন্ত্রী খুব মিথ্যে কথা বলেন।’
# ‘এবারের নির্বাচনে বাংলা দিল্লির সরকার তৈরি করবে। তাই বাংলায় বিয়াল্লিশে বিয়াল্লিশ চাই।’
# ‘বারাণসীতে এবার মোদি জিতবেন না।’
# ‘আগে দিল্লি সামলা, তারপর দেখিস বাংলা।’
# ‘বাংলা অত সহজ জায়গা নয়।’
# ‘এনআরসি মানে কী? আপনাদের তাড়িয়ে দেবে?’
# ‘পঞ্চাশ বছর আগে বাবা-মার সার্টিফিকেট জোগাড় করতে হবে।’
# ‘গায়ে হাত দিয়ে দেখো। যে হ্যাঙারের তলায় মিটিং করছো, ওই হ্যাঙারের তলায় পাঠিয়ে দেব।’
# ‘অসমে এনআরসি নিয়ে তীব্র প্রতিবাদ করেছি।’
# ‘ওখান থেকে তাড়িয়ে দিলে আমরা কাছে টেনে নেব।’
# ‘নাগরিকত্বের নাম করে সবকিছু কেড়ে নেওয়া চলবে না।’
# ‘মোদি বাবু মমতা ব্যানার্জিকে খুব ভয় পায়। হারবে বলে ভয় পাচ্ছে।’
# ‘সারদা-নারদার অভিযুক্তকে পাশে নিয়ে মিটিং করছেন।’
# ‘আর বলছেন, দিদি নাকি ভয় পেয়েছে।’
# ‘এরা ক্ষমতায় এলে সংবিধান বদলে দেবে।’
# ‘বিজেপির সাইনবোর্ডটা তুলে দিন।’
নির্বাচন ২০২8 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement