এক্সপ্লোর
Advertisement
মথুরায় ভোটের প্রচারে খেতে নেমে গম কাটলেন হেমা মালিনী
মথুরা: খেতে গম কাটছেন হেমা মালিনী। না, কোনও সিনেমার দৃশ্য নয়। খেতে নেমে এভাবেই এবার ভোটের প্রচার শুরু করলেন বিজেপির তারকা প্রার্থী। প্রচারের কাজে রবিবার মথুরার গোবর্ধন ক্ষেত্র এলাকায় গিয়েছিলেন তিনি। সেখানে মাঠে নেমে গাম কাটলেন। শুধু তাই নয়, কাটা গম নিজের হাতে বয়ে সরিয়ে রাখলেন হেমা।
তাঁর এই অভিনব প্রচার অভিযান নিয়ে সোশ্যাল মিডিয়ায় লোকজন তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। আর হেমা মালিনীর গম কাটার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
 
; লোকসভা ভোটের দ্বিতীয় দফায় আগামী ১৮ এপ্রিল মথুরায় ভোটগ্রহণ করা হবে। উত্তরপ্রদেশের অন্যতম আকর্ষণীয় কেন্দ্র মথুরা। এই কেন্দ্রে এবার হেমার টক্কর এসপি-বিএসপি জোট প্রার্থী নরেন্দ্র সিংহ এবং কংগ্রেস প্রার্থী মহেশ পাঠকের সঙ্গে। এই কেন্দ্রের সব প্রার্থীই এখন জোর কদমে প্রচার চালাচ্ছেন। গত ২৫ মার্চ হেমা মনোনয়ন জমা দেন। এটাই তাঁর শেষবার ভোটের লড়াই, এমনই ইঙ্গিত দিয়েছেন তিনি। বলেছেন, দলে অনেক তরুণ উঠে এসেছেন। পরের লোকসভা ভোটে তাঁদের কেউ মথুরা থেকে ভোটে লড়লে প্রচারে নামতে ভালো লাগবে।Began my Lok Sabha campaign today with the Govardhan Kshetra where I had the opportunity to interact with women working in the fields. A few fotos for u of my first day of campaign pic.twitter.com/EH7vYm8Peu
— Hema Malini (@dreamgirlhema) March 31, 2019
নির্বাচন ২০২8 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
ক্রিকেট
Advertisement