এক্সপ্লোর
‘সারদা-নারদার সবচেয়ে বড় অভিযুক্তকে নিয়ে মিটিং করেছেন মোদি’, প্রধানমন্ত্রীকে আক্রমণ মমতার
বেকারত্ব থেকে এয়ারস্ট্রাইক, ‘টাকা দিয়ে ভোট কেনা’, ‘দাঙ্গার সংস্কৃতি’, ‘সারদা-নারদার অভিযুক্তকে পাশে বসিয়ে মিটিং’, ফালাকাটার সভা থেকে একাধিক বিষয়ে বিজেপিকে তীব্র কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের
আলিপুরদুয়ার: বেকারত্ব থেকে এয়ারস্ট্রাইক, ‘টাকা দিয়ে ভোট কেনা’, ‘দাঙ্গার সংস্কৃতি’, ‘সারদা-নারদার অভিযুক্তকে পাশে বসিয়ে মিটিং’, ফালাকাটার সভা থেকে একাধিক বিষয়ে বিজেপিকে তীব্র কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের। নাম না করে মুকুল রায়ের সঙ্গে বৈঠক নিয়ে মোদিকে বিঁধলেন মমতা। সেই সঙ্গে দেখে নেব মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী কী বলেছেন ফালাকাটায় -
#‘মোদিবাবু গদিতে ছিলেন, কিন্তু জনগণের জন্য কিছু করেননি’
#‘মানুষের জন্য কী করলেন, জবাব দিন’
#‘আমরা দু’টাকা কিলো চাল দিই’
#‘আর বিজেপি সরকার বেকারত্ব তৈরি করে’
#‘দু’কোটি লোক বেকার হয়েছে, একজনকেও চাকরি দেননি’
#‘টাকার বিনিময়ে ভোট কেনার চেষ্টা করছেন’
#‘আপনাদের টাকা নিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছে’
#‘দিল্লিতে শপিং মল পার্টি অফিস তৈরি করেছে’
#‘উত্তর প্রদেশ, রাজস্থান থেকে এখানে এসে বসে আছে’
#‘এরা আপনাদের ওপর নজরদারি করছে’
#‘নির্বাচনের আগে বলেছিল, সাতটা চা বাগান খুলে দেবে’
#‘একটাও চা বাগান খুলেছে?’
#‘সারদা মামলা কোনওদিন প্রমাণ করতে পারবে না’
#‘মিথ্যে কথা বলে নির্বাচন করেছ’
#‘সারদা-নারদার সবচেয়ে বড় অভিযুক্তকে নিয়ে মিটিং, ‘তাকে পাশে বসিয়ে মিটিং করেছেন মোদি’
#‘আগে নিজেকে লোকদেখানো চাওয়ালা বলতেন’
#‘পাঁচ বছরে চাওয়ালা থেকে নকল চৌকিদার’
#‘রাহুল বলছে চৌকিদার চোর, আমি বলছি চৌকিদার মিথ্যেবাদী’
#‘পাল্টে দিন পাল্টে দিন, দিল্লির সরকার পাল্টে দিন’
#‘আগামী দিন বাংলাই দিল্লির সরকার গড়বে’
#‘তৃণমূল কংগ্রেস এটা করবে, সবাইকে নিয়ে চলবে’
#‘আসল চৌকিদার চাই, নকল চৌকিদার চাই না’
#‘জওয়ান মেরে জওয়ান প্রেম, বিজেপি শেম শেম’
#‘শ্রমিক মেরে শ্রমিক প্রেম, বিজেপি শেম শেম’
#‘ওদের একটি ভোটও দেবেন না’
#‘বাংলায় এনআরসি কোনওদিন হবে না’
#‘বাংলায় হাত দিয়ে দেখুক’
#‘তোমাদের সংস্কৃতি দাঙ্গার সংস্কৃতি’
#‘আমরা জীবন দেওয়ার জন্য তৈরি, দাঙ্গা হতে দেব না’
#‘আলিপুরদুয়ারে বিজেপির প্রার্থী উত্তরবঙ্গে দাঙ্গা করেছেন’
#‘বিজেপি যা করেছে, কেউ চাইলেও ক্ষমতায় আসবে না’
#‘চৌকিদারের হাতে চা-ও নেই, কেটলিও নেই’
#‘ওদের হাতে শুধু দাঙ্গা আছে’
#‘এখানে যিনি প্রার্থী, তিনি তরাই-ডুয়ার্সে দাঙ্গা করেছেন
নির্বাচন ২০২8 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement