‘পশ্চিমবঙ্গে বিজেপির জনসমর্থন বাড়ছে, প্রিয় বোনেরা, ভাইয়েরা, আমি আসছি’, জোড়া সভার আগে ট্যুইট মোদির
কলকাতা: বুধবার রাজ্যে জোড়া সভা করতে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রথম সভা শিলিগুড়ির মাটিগাড়ায় কাওয়াখালি মাঠে। বিজেপি সূত্রের খবর, দুপুর একটায় বাগডোগরা বিমানবন্দরে নামবেন মোদি। তারপর সেখান থেকে সড়কপথে সভাস্থলে যাওয়ার কথা রয়েছে তাঁর। আর সেটা না হলে, হেলিকপ্টারেও সভাস্থলে যেতে পারেন তিনি। সেক্ষেত্রে, নরেন্দ্র মোদি নামবেন সিআরপিএফের হেলিপ্যাডে। সেখান থেকেই কাওয়াখালি মাঠে যাবেন তিনি। আর সেই সভা শেষের পরই কলকাতায় রওনা দেবেন নমো। রাজধানীর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষাধিক কর্মী সমর্থকদের সামনে বক্তব্য রাখবেন তিনি।
এই কর্মসূচির ঘণ্টা কয়েক আগেই বাংলায় ট্যুইট করে পশ্চিমবাংলায় আসার কথা জানালেন নরেন্দ্র মোদি। এদিন সকালেই অরুণাচল প্রদেশে গিয়েছেন নমো। সেখানে পাসিঘাটে সভা রয়েছে তাঁর। সেখান থেকেই বঙ্গবাসীর উদ্দেশে ট্যুইট বার্তায় তিনি জানিয়েছেন, “পশ্চিমবাংলার প্রিয় বোনেরা ও ভাইয়েরা। আমি আজ আপনাদের রাজ্যে আসছি। আমি শিলিগুড়ি এবং কলকাতাতে জনসভায় আপনাদের সামনে কিছু বক্তব্য রাখতে চাই।।”
পশ্চিম বাংলার প্রিয় বোনেরা ও ভাইয়েরা। আমি আজ আপনাদের রাজ্যে আসছি। আমি শিলিগুড়ি এবং কলকাতাতে জনসভায় আপনাদের সামনে কিছু বক্তব্য রাখতে চাই।
— Chowkidar Narendra Modi (@narendramodi) April 3, 2019
আরও একটি ট্যুইটে তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে বিজেপির জনসমর্থন বাড়ছে। রাজ্যের মানুষের মুসকিল আসান করতে পারবে একমাত্র বিজেপি সরকার। নরেন্দ্র মোদির ট্যুইট, “পশ্চিমবঙ্গ জুড়ে বিজেপির জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। মানুষের দৃঢ় ভরসা, রাজ্যের মানুষের সমস্যার সমাধান করতে ও স্বচ্ছ সরকার গড়তে শুধুমাত্র আমাদের দল পারে।”
পশ্চিমবঙ্গ জুড়ে বিজেপির জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। মানুষের দৃঢ় ভরসা , রাজ্যের মানুষের সমস্যার সমাধান করতে ও স্বচ্ছ সরকার গড়তে শুধুমাত্র আমাদের দল পারে। @BJP4Bengal
— Chowkidar Narendra Modi (@narendramodi) April 3, 2019