এক্সপ্লোর
নির্বাচনী বিধিভঙ্গ! কুকুরের গায়ে স্টিকার, 'মোদি লাও, দেশ বাঁচাও', মামলা মনিবের বিরুদ্ধে
কুকুরটিকে আপাতত পৌরসভার তত্ত্বাবধানে রাখার নির্দেশ দিয়েছে পুলিশ।

মুম্বই: ভোট চলাকালীন নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠল কুকুরের বিরুদ্ধে! সোমবার মহারাষ্ট্রের ননদুরবার শহরে বিজেপির প্রতীকওয়ালা স্টিকার লাগিয়ে ঘুরতে দেখা যায় একটি কুকুরকে। যেখানে লেখা ছিল ‘মোদি লাও, দেশ বাঁচাও’। এই দৃশ্য সবার প্রথম নজরে আসে পুলিশের। এরপরই কুকুরটি এবং তার মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তত্পর হয় তাঁরা।
পিটিআই প্রকাশিত খবর অনুযায়ী, কুকুরটির মালিক একনাথ মোতিরাম চৌধুরীর (৬৫) বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ১৭১ (এ) ধারায় মামলা রুজু হয়েছে। ওই ব্যক্তির বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ আনা হয়েছে। এবং কুকুরটিকে আপাতত পৌরসভার তত্ত্বাবধানে রাখার নির্দেশ দিয়েছে পুলিশ।
নির্বাচন 2025 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















