এক্সপ্লোর
১৯৯৬-এ সনিয়া ‘পিছন থেকে ছুরি মেরেছিলেন’, দেবগৌড়ার 'বদলা'র ভয়েই রাহুল কর্নাটকে প্রার্থী হলেন না! কটাক্ষ মোদির
‘মোদি হটাও’-ই কংগ্রেসের একমাত্র অ্যাজেন্ডা, লক্ষ্য বলে জানিয়ে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, বিরোধী দলগুলির মহাজোট বা ‘মহামিলাবট’-এরও একই লক্ষ্য।

মাইসুরু: এইচ ডি দেবগৌড়াকে সনিয়া গাঁধী ‘পিছন থেকে ছুরি মেরেছিলেন’ বলে তিনি প্রধানমন্ত্রী পদ থেকে অপসারিত হয়েছিলেন, তাই শরিক জনতা দল (এস) এর বদলা নিতে পারে, এমন আশঙ্কা করেই রাহুল গাঁধী লোকসভা ভোটে কর্নাটক থেকে প্রার্থী হননি। আজ এখানে নির্বাচনী জনসভায় এমনই দাবি করলেন নরেন্দ্র মোদি। ‘মোদি হটাও’-ই কংগ্রেসের একমাত্র অ্যাজেন্ডা, লক্ষ্য বলে জানিয়ে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, বিরোধী দলগুলির মহাজোট বা ‘মহামিলাবট’-এরও একই লক্ষ্য। কর্নাটকের বর্তমান মুখ্যমন্ত্রী জেডি (এস) নেতা এইচ ডি কুমারস্বামী কংগ্রেসের ‘পাঞ্চিং ব্যাগ’ হয়ে উঠেছেন বলেও মন্তব্য করেন মোদি। বলেন, কংগ্রেস কর্নাটকে জেডি (এস)এর সঙ্গে জোট সরকার চালালেও রাহুল উত্তরপ্রদেশের অমেঠির পাশাপাশি দ্বিতীয় কেন্দ্র হিসাবে এই রাজ্যের বদলে কেরলের একটি কেন্দ্রকেই বেছে নিয়েছেন, কেননা কংগ্রেসের ভয়, তত্কালীন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী পিছন থেকে ছুরি মারায় ১৯৯৬-এ যুক্তফ্রন্ট সরকারের নেতৃত্ব দেওয়া দেবগৌড়াকে প্রধানমন্ত্রী পদ থেকে সরে যেতে হয়েছিল বলে তিনি এবার প্রতিশোধ নিতে পারেন। রাহুলের কেরলের ওয়েনাড় থেকেও প্রার্থী হওয়াকে কটাক্ষ করে মোদি বলেন, কংগ্রেসের যে কী দশা চলছে, সেটা বোঝা যাচ্ছে। খোদ কংগ্রেস সভাপতির বর্তমান আসনটাই হাতছাড়া হওয়ার বিপদ উদয় হয়েছে।
নির্বাচন 2025 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















