ভোটে লড়তে চান, শীলা দীক্ষিতের সঙ্গে দেখা করে টিকিট চাইলেন রাজপাল যাদব
ভোটে লড়ার ইচ্ছা প্রকাশ করলেন অভিনেতা রাজপাল যাদব। সেটাও আবার কংগ্রেসের টিকিটে। বৃহস্পতিবার দিল্লি কংগ্রেসের সভানেত্রী শীলা দীক্ষিতের সঙ্গে সাক্ষাত্ করে লোকসভা নির্বাচনে লড়ার জন্য আর্জি জানিয়ে এলেন এই অভিনেতা।
নয়াদিল্লি: ভোটে লড়ার ইচ্ছা প্রকাশ করলেন অভিনেতা রাজপাল যাদব। সেটাও আবার কংগ্রেসের টিকিটে। বৃহস্পতিবার দিল্লি কংগ্রেসের সভানেত্রী শীলা দীক্ষিতের সঙ্গে সাক্ষাত্ করে লোকসভা নির্বাচনে লড়ার জন্য আর্জি জানিয়ে এলেন এই অভিনেতা।
সূত্রের খবর উত্তর-পূর্ব দিল্লি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন রাজপাল যাদব। ওই আসনে আবার ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি। সেখানে আপ প্রার্থী দিলীপ পাণ্ডে। গতবার এই আসন থেকে জয়ী হয়েছিলেন ভোজপুরি গায়ক তথা দিল্লি বিজেপির সভাপতি কোনও প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। তবে সংশ্লিষ্ট মহলের মত, এই আসনে হয়ত এবারও প্রার্থী করা হতে পারে মনোজ তিওয়ারিকেও।
এদিকে আপের সঙ্গে জোট নিয়ে এখনও কোনও নির্দিষ্ট অবস্থানে পৌঁছতে পারেনি কংগ্রেস। শীলা দীক্ষিত, রাহুল গাঁধী ও অরবিন্দ কেজরিওয়াল-এই ত্রয়ী এখনও জোটের বিষয়ে কথাবার্তা চালাচ্ছেন বলেই সূত্রের খবর। এরই মধ্যে কংগ্রেসের কাছে ভোটের টিকিট চেয়ে শিরোনামে চলে এলেন অভিনেতা রাজপাল। পিটিআই-কে তিনি জানিয়েছেন, “২-৩ দিনের মধ্যেই গোটা বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।” সূত্রের খবর, তিনি টিকিট পাবেনই, এমন কোনও প্রতিশ্রুতি কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া হয়নি।