এক্সপ্লোর
Advertisement
বিজেপি এখন ‘ওয়ান ম্যান আর্মি, টু মেন আর্মি’, রাহুল ‘দেশ, ভবিষ্যতের মুখ’, কংগ্রেসে যোগ দিয়ে মোদিকে তোপ শত্রুঘ্নর
বর্তমান বিজেপি নেতৃত্বের তীব্র সমালোচনা করে শত্রুঘ্ন অভিযোগ করেন, দলে আলাপ আলোচনার পরিবেশই আর অবশিষ্ট নেই। দলের সর্বোচ্চ নেতৃত্ব ঘরের লোকজনকেই মূল্য দেয় না, বিরোধীদের শত্রু বলে ভাবে। প্রধানমন্ত্রী মোদিকে ইঙ্গিত করে তিনি বলেন, লোকে আপনার ধোঁকাবাজি বুঝে গিয়েছে, ফাঁকা প্রতিশ্রুতি ধরে ফেলেছে। আপনি উন্মোচিত হয়ে গিয়েছেন।
নয়াদিল্লি: অবশেষে বিজেপির প্রতিষ্ঠা দিবসেই দলের সঙ্গে সম্পর্ক চুকিয়ে কংগ্রেসে যোগ দিলেন শত্রুঘ্ন সিনহা। দলে থেকেই বহুদিন ধরে নরেন্দ্র মোদি, অমিত শাহদের নেতৃত্বকে আক্রমণ করছিলেন বিদ্রোহী পটনা সাহিবের এমপি। শোনাই যাচ্ছিল, তিনি কংগ্রেস যাচ্ছেন। শনিবার কংগ্রেসে নাম লিখিয়েই মোদি, শাহকে তাঁর কটাক্ষ, ধীরে ধীরে, কিন্তু নিশ্চিত ভাবে বিজেপিতে গণতন্ত্র পরিণত হয়েছে একনায়কতন্ত্রে। দলটা ‘ওয়ান ম্যান শো’ আর ‘টু মেন আর্মি’তে পরিণত হয়েছে। সেজন্য তিনি দল ছাড়লেন।
তাঁকে দলে স্বাগত জানান কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল। ‘বিহারীবাবু’ বলে জনপ্রিয় শত্রুঘ্নকে ‘ভুল দলে থাকা সবার সেরা রাজনীতিক’ও বলেন তিনি। পটনা সাহিব থেকে তিনি এবার কংগ্রেসের টিকিটে লড়তে চলেছেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের বিরুদ্ধে।
শত্রুঘ্ন ভূয়সী প্রশংসা করেন রাহুল গাঁধীর। দলীয় সভাপতি সম্পর্কে বলেন, উনি একজন পরীক্ষিত, প্রমাণিত, সফল ও সচল নেতা যিনি দেশ ও তার ভবিষ্যতের মুখ।
বর্তমান বিজেপি নেতৃত্বের তীব্র সমালোচনা করে শত্রুঘ্ন অভিযোগ করেন, দলে আলাপ আলোচনার পরিবেশই আর অবশিষ্ট নেই। দলের সর্বোচ্চ নেতৃত্ব ঘরের লোকজনকেই মূল্য দেয় না, বিরোধীদের শত্রু বলে ভাবে। প্রধানমন্ত্রী মোদিকে ইঙ্গিত করে তিনি বলেন, লোকে আপনার ধোঁকাবাজি বুঝে গিয়েছে, ফাঁকা প্রতিশ্রুতি ধরে ফেলেছে। আপনি উন্মোচিত হয়ে গিয়েছেন।
কোনও প্রশ্ন তুলতে গেলেই তাঁকে বিশ্বাসঘাতক তকমা দেওয়া হয়েছে বলে অভিযোগ করে শত্রুঘ্ন বলেন, সত্যি কথা বলা যদি বিদ্রোহ হয়, তবে আমি বিদ্রোহী।
বিজেপির প্রচারে খরচ করা অর্থ উন্নয়নে ব্যয় হলে দেশের হাল বদলে যেত বলেও অভিমত জানান তিনি, প্রশংসা করেন কংগ্রেসের প্রস্তাবিত ন্যায় কর্মসূচির। বলেন, দেশে এর আগে এমন প্রস্তাব কখনও আসেইনি।
নির্বাচন ২০২8 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
জেলার
খবর
Advertisement