PM Modi: '২৬ হাজার পরিবারের রুটি-রুজি শেষ ..', মালদায় মোদির নিশানায় তৃণমূল
Modi Attacks TMC SSC: নিয়োগ দুর্নীতিতে প্রায় হাজার ২৬ চাকরি বাতিল ইস্যুতে মালদায় এসে তৃণমূলকে জোর আক্রমণ মোদির, কী বললেন প্রধানমন্ত্রী ?
মালদা: লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) মাঝেই হাইকোর্টের (High Court) নির্দেশে বাংলায় চাকরি গিয়েছে প্রায় ২৬ হাজার জনের। শহিদ মিনারে প্রতিবাদ সরব হয়েছেন চাকরিহারাদের একাংশ। একের পর এক প্রশ্ন তুলেছেন তাঁরা। যার সারমর্ম, '..তাঁরা যোগ্য' হয়েও চাকরি হারিয়েছেন। এদিকে প্রথম দফা ভোটের পরপরই, হাইকোর্টের এই রায় আসে। জোর ধাক্কার মুখে পড়ে মমতার সরকার (Mamata Banerjee's Government)। রায় বের হবার পর সোজা হাইকোর্টকেই আক্রমণ করেছিলেন। কিন্তু তারপরই তিনি এই রায়ের জন্য প্রধান অভিযোগের কাঠগড়ায় দাঁড় করান গেরুয়া শিবিরকে। তৃণমূল সুপ্রিমোর কথায়, 'দায়ি বিজেপি।' তবে লোকসভা ভোটের দ্বিতীয় দফার দিনে, মালদায় এসে জোর আক্রমণ শানালেন এনিয়ে প্রধানমন্ত্রী মোদি (PM Modi)। বললেন,'২৬ হাজার পরিবারের রুটি-রুজি শেষ হয়ে গেছে।'
এদিন প্রধানমন্ত্রী মোদি বলেন, 'দুর্নীতি করছে তৃণমূল, ভুগতে হচ্ছে বাংলার জনগণকে। ২৬ হাজার পরিবারের রুটি-রুজি শেষ হয়ে গেছে। চাকরি পেতে ঋণ নিয়ে তৃণমূলকে টাকা দিয়েছিল।বাংলায় তৃণমূল যুব-উন্নয়নের সব পথ বন্ধ করেছে।' উল্লেখ্য, ২০১৬ সালের SSC-র শুধুমাত্র পুরো প্যানেলই নয়, বাতিল করা হয়েছে সমস্ত OMR শিট। ২৫ হাজার ৭৫৩ জনেরই OMR শিটই বাতিল করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এর ফলে, নতুন করে পরীক্ষায় বসতে হবে চাকরিপ্রার্থীদের। কীভাবে যোগ্য়দের বেছে নেওয়া হবে, তার জন্য পদ্ধতিও নির্দিষ্ট করে দিয়েছে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রশিদির বিশেষ ডিভিশন বেঞ্চ।
অপরদিকে প্রধানমন্ত্রীর মুখে শোনা যায় বাংলার আরও একাধিক দুর্নীতির ইস্যু। মোদি এদিন আরও বলেন, 'আগে বাম, এখন তৃণমূল শাসনে বাংলার সম্মান ধূলিস্যাত হয়েছে। তৃণমূলের জমানায় এখন শুধুই একটাই কথা হাজার কোটির দুর্নীতি। সারদা, রোজভ্যালি, গরু পাচার, নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি করছে তৃণমূল, ভুগতে হচ্ছে বাংলার জনগণকে। কৃষকদেরও ছাড়েনি তৃণমূল, মালদায় আক্রমণে প্রধানমন্ত্রী। মোদির সংযোজন, 'উন্নয়নের বদলে বাংলায় হাজার কোটির দুর্নীতি। বাংলায় কমিশন ছাড়া কোনও কাজ হয় না। বাংলায় তৃণমূল যুব-উন্নয়নের সব পথ বন্ধ করেছে। বাংলার উন্নয়নের বিরুদ্ধে কাজ করে চলেছে তৃণমূল।'
আরও পড়ুন, ১০০% ভিভিপ্যাট স্লিপ মিলিয়ে দেখার আর্জি খারিজ, জানাল সুপ্রিম কোর্ট
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।