Malda Uttar Lok Sabha Result 2024: 'ভেল্কিবাজ', 'বেইমান', 'চোর', TMC-র যাবতীয় 'শব্দবাণ' নস্যাৎ করে মালদা উত্তরে জয়ী খগেনই
Election Result 2024: এবার মালদা উত্তরে তৃণমূল প্রার্থী করে প্রাক্তন IPS অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়কে। টিকিট না পাওয়ায় মুখ খোলেন মৌসম বেনজির নুর
মালদা : চারিদিকে সুবজ আবির। রাজ্যে আশানুরূপ ফল হয়নি। তার মধ্যেই বিজেপির যাঁরা আসন ধরে রাখতে পেরেছেন সেই তালিকায় রয়েছেন খগেন মুর্মুও। মালদা উত্তর কেন্দ্র থেকে এবারও জয়ী হলেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু। নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে তিনি জিতলেন ৭৭ হাজারের বেশি ভোটের ব্যবধানে।
'ভেল্কিবাজ', 'বেইমান', 'চোর'। লোকসভা ভোটের প্রচারে নেমে খগেন মুর্মুকে এরকম একাধিক চোখা চোখা 'শব্দবাণে' বিঁধেছেন তৃণমূলের জেলা তৃণমূল নেতৃত্ব। কিন্তু, তাতেও অটল থেকেছেন বিজেপি প্রার্থী। পাল্টা তৃণমূলকে জবাব দিয়েছেন। শেষমেশ সেই খগেনের উপরেই আস্থা প্রকাশ করলেন মালদা উত্তরের মানুষ।
এবার মালদা উত্তরে তৃণমূল প্রার্থী করে প্রাক্তন IPS অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়কে। টিকিট না পাওয়ায় মুখ খোলেন মৌসম বেনজির নুর। মালদা উত্তরের দু’বারের প্রাক্তন সাংসদ সেই সময় বলেছিলেন, টিকিট-প্রত্যাশী ছিলেন তিনি। ভোটে জয় নিয়েও ছিলেন আশাবাদী। ২০১৯-এর লোকসভা ভোটে একই পরিবার থেকে ২ জন প্রার্থী হওয়ায় ভোট ভাগাভাগিতে হেরে যান বলে দাবি করেন মৌসম। যদিও পরে, সেই অভিমান ভুলে তাঁকে মালদা দক্ষিণের প্রার্থী শাহনওয়াজ আলি রায়হানের হয়ে প্রচার করতে দেখা যায়। এ তো তৃণমূলের সমীকরণ।
অন্যদিকে, এই কেন্দ্রে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী ছিলেন মোস্তাক আলম। খগেনের কেন্দ্রে প্রার্থী দিয়েছিল আইএসএফও। মহম্মদ সোহেলকে দাঁড় করায় তারা। গণনা শেষে দেখা যায়, এবার খগেন মুর্মু মোট ভোট পেয়েছেন- ৫ লক্ষ ২৭ হাজার ২৩টি। তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্ত ভোট ৪ লক্ষ ৪৯ হাজার ৩১৫টি ভোট এবং কংগ্রেস প্রার্থী আলম মোস্তাকের ঝুলিতে এসেছে ৩ লক্ষ ৮৪ হাজার ৭৬৪টি ভোট।
প্রসঙ্গত, ২০১৯ এর লোকসভা ভোটে, মালদা উত্তর থেকে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু। নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছিলেন প্রায় ৮০ হাজার ভোটে। গত লোকসভা নির্বাচনে খগেন মুর্মুর প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল ৫ লক্ষ ৭ হাজার ৭৯৮, মৌসম পেয়েছিলেন ৪ লক্ষ ২৪ হাজার ৫১৭। ওই বছর কংগ্রেসের হয়ে লড়াই করেন ইশা খান চৌধুরী। তাঁর প্রাপ্ত ভোট ছিল ৩ লক্ষ ৪ হাজার ৯৬৪। সিপিএমের বিশ্বনাথ ঘোষ পেয়েছিলেন ৫০ হাজার ৩১৫ ভোট।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।