Lok Sabha Election Result 2024: কাঁথিতে ২৪ হাজারের বেশি ভোটে জয়ী শুভেন্দুর ভাই BJP প্রার্থী সৌমেন্দু
Contai BJP Candidate Soumendu Wins: কাঁথি লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী উত্তম বারিককে ২৪ হাজারের বেশি ভোটে হারিয়ে দিলেন শুভেন্দুর ভাই বিজেপি প্রার্থী সৌমেন্দু..
![Lok Sabha Election Result 2024: কাঁথিতে ২৪ হাজারের বেশি ভোটে জয়ী শুভেন্দুর ভাই BJP প্রার্থী সৌমেন্দু Lok Sabha election result 2024 Contai Constituency BJP Candidate Soumendu Adhikari wins by above 47 thousands votes Bangla News Lok Sabha Election Result 2024: কাঁথিতে ২৪ হাজারের বেশি ভোটে জয়ী শুভেন্দুর ভাই BJP প্রার্থী সৌমেন্দু](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/04/aa35bfadea601cecd00025e22dcc317a1717507133243484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কাঁথি : কাঁথি লোকসভা কেন্দ্র থেকে ভোটের ব্যবধানে জয়ী হলেন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুর ভাই বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী (Contai BJP Candidate Soumendu Adhikari )। তিনি ৪৭ হাজারের বেশি ভোটে এবার এগিয়ে রয়েছেন।
কাঁথি লোকসভা কেন্দ্র অবস্থিত পূর্ব মেদিনীপুরে। যা বরাবরই 'অধিকারী গড়' হিসেবেই পরিচিত। এই কেন্দ্রে সবথেকে আগে যার নামটা উঠে আসে, তিনি হলে শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী। ২০১৯ এর লোকসভা ভোটে এখানে জয়ী হয়েছিল তৃণমূল। পরিস্থিতি বদলায় কুড়িতে শুভেন্দুর বিজেপি যোগের পর। আর সমীকরণ বদলায় একুশে।
সেবার নন্দীগ্রাম বিধানসভা থেকে শুভেন্দুর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। সেবার এই বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়ে দাঁড়ানোর, মমতার মাস্টার স্ট্রোক সিদ্ধান্তও হার মেনে যায়। শুভেন্দু হাত ধরেই এখানে জমি শক্ত করে গেরুয়া শিবির। আর এবার সেই জেলাতেই কাঁথি লোকসভা থেকে বিজেপি প্রার্থী হয়ে ভোট যুদ্ধে নেমেছেন শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারী। আর চব্বিশের লোকসভা ভোটে এই কেন্দ্রে তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছেন, পটাশপুর বিধানসভার বিধায়ক তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক।
আরও পড়ুন, আমাদের সময়েও বহু রথী-মহারথীরা হেরেছিলেন, বাংলার মানুষ কারও কেনা গোলাম নয় : বাম প্রার্থী দীপ্সিতা
প্রসঙ্গত, ষষ্ঠ দফার ভোটের শেষ লগ্নে তপ্ত হয়ে উঠেছিল কাঁথি। বুথ জ্যামের অভিযোগ পেয়ে পৌঁছতেই বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছিলেন তৃণমূলের কর্মীরা। রাস্তায় আগুন জ্বেলে চলেছিল অবরোধ। জমায়েত সরাতে লাঠিচার্জ করেছিল কেন্দ্রীয় বাহিনী। কোথাও ভোটারদের বাধা, কোথাও উঠেছিল মারধরের অভিযোগ। কোথাও মার খেয়েছিল কেন্দ্রীয় বাহিনী। আবার কোথাও জওয়ানের সঙ্গে বচসা বেধেছিল বিজেপি প্রার্থীর।
দিনভর বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই ষষ্ঠ দফার ভোটের শেষ লগ্নে ফের তপ্ত হয়ে উঠেছিল কাঁথি। বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীকে ঘিরে বিক্ষোভ স্লোগান, কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ,অবরোধ,জ্বলেছিল আগুন।দক্ষিণ কাঁথি বিধানসভা এলাকার ৮২ ও ৮৩ নম্বর বুথ জ্যামের অভিযোগ পেয়ে সেখানে পৌঁছেছিলেন বিজেপি প্রার্থী ও শুভেন্দু অধিকারীর ভাই সৌমন্দু অধিকারী। এলাকায় যেতেই তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন তৃণমূল কর্মী সমর্থকরা। যদিও সেসব এখন অতীত, শেষ হাসি হাসলেন সৌমেন্দুই।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)