Lok Sabha Polls 2024: বামেদের ১৭ আসনের পর প্রথম দফায় এই ৭ আসনে প্রার্থী দিচ্ছে কংগ্রেস..
Congress Candidate List: ৭টি আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা অধীর চৌধুরী, পুরুলিয়ায় নেপাল মাহাতো..
কলকাতা: বামেদের ১৭ আসনের পর প্রথম দফায় ৭ আসনে প্রার্থী দিচ্ছে কংগ্রেস (Congress) ।অধীর চৌধুরি (Adhir Ranjan Chowdhury) বলেছেন, 'বহরমপুর, জঙ্গিপুর, রায়গঞ্জ, মালদা উত্তর, মালদা, দক্ষিণ পুরুলিয়া, বীরভূমে প্রার্থী দেবে কংগ্রেস। পুরুলিয়ায় নেপাল মাহাতো, জঙ্গিপুরে মোর্তাজা হোসেন', ৭টি আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা অধীর চৌধুরীর।
লোকসভা ভোটে বাংলায় কি বাম-কংগ্রেস আসন সমঝোতা আদৌ হবে? নাকি তৃণমূল, বিজেপির মতোই শেষ পর্যন্ত 'একলা চলো'র পথে হাঁটবে দুই শিবির? প্রশ্নের মাঝেই, গতকাল দুপুর থেকেই দিল্লিতে AICC হেড কোয়ার্টারে একের পর এক জরুরী বৈঠক করে কংগ্রেস। মঙ্গলবার রাতেই প্রার্থী হওয়ার খবর পৌঁছে যায়, মর্তুজা হোসেনের কাছে। তারপরই পার্টি অফিসে উচ্ছ্বাসে মাতেন তাঁর অনুগামীরা। প্রথম দফায় বামেদের ১৭ আসনে প্রার্থী ঘোষণার পর, এবার ৭টি আসনে প্রার্থী দেওয়ার কথা জানাল প্রদেশ কংগ্রেস।
আপাতত বাম-কংগ্রেস আলাদা আলাদা আসনে প্রার্থী ঘোষণা করেছে। কিন্তু, সামগ্রিকভাবে দু'দলের আসন সমঝোতা কোথায় দাঁড়িয়ে? বামেদের সঙ্গে ISF-এর আসন সমঝোতাই বা কোন পর্যায়ে? লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। ইতিমধ্য়ে ৪২টি আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে তৃণমূল। ১৯টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। ১৭টি আসনের প্রার্থীতালিকা প্রকাশ করেছে বামেরা। কিন্তু, কংগ্রেস এখনও আনুষ্ঠানিকভাবে কোনও প্রার্থীর নাম ঘোষণা করেনি। কবে তালিকা প্রকাশ করা হবে, সেই প্রশ্নের জবাবে বুধবার ৭টি আসনে প্রার্থী দেওয়ার কথা জানান অধীর চৌধুরী। জঙ্গিপুর আসনে কংগ্রেস প্রার্থী হচ্ছেন মুর্তজা হোসেন। ওই আসনে তৃণমূল প্রার্থী করেছে খলিলুর রহমানকে। বিজেপির তরফে জঙ্গিপুর আসনে এখনও প্রার্থী ঘোষণা হয়নি।
আরও পড়ুন, জগদ্দলে বামনেতার প্রয়াণে পরিবারের পাশে অর্জুন সিংহ, বললেন..
মঙ্গলবার রাতেই প্রার্থী হওয়ার খবর পৌঁছে যায়, মুর্তজা হোসেনের কাছে। তারপরই পার্টি অফিসে উচ্ছ্বাসে মাতেন তাঁর অনুগামীরা। চলে মিষ্টিমুখ। সিদ্ধার্থশঙ্কর রায়ের মন্ত্রিসভার সদস্য, রাজ্যের প্রাক্তন সেচমন্ত্রী আব্দুস সাত্তারের ছোট ভাইয়ের নাতি মুর্তজা হোসেন স্থানীয় রাজনীতিতে 'বকুল' হিসেবে পরিচিত।কংগ্রেস পরিচালিত মুর্শিদাবাদ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও সদস্য ছিলেন। লালগোলা গ্রাম পঞ্চায়েতে প্রধানের দায়িত্ব সামলেছেন। বর্তমানে তিনি লালবাগ মহকুমা কংগ্রেসের সভাপতি। অধীর চৌধুরী বলেন, 'আব্দুস সাত্তারের নাতি হিসেবে পরিচিত। সজ্জন। ভদ্র। আমাদের এই জেলাপরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ।দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী। আমরা তাই মনে করেছি বকুল (মুর্তজা হোসেন) একজন যোগ্য প্রার্থী কংগ্রেসের। মানুষ তাঁকে (মুর্তজা হোসেন) দোয়া, আশীর্বাদ করবে বলে মনে করি।'