Lok Sabha Polls 2024: কোনও বৈষম্য মানব না, CAA রাজ্যে লাগু হতে দেব না: মুখ্যমন্ত্রী
Mamata On CAA: ' নির্বাচনের আগে কেন CAA কার্যকরের চেষ্টা ?', নবান্নে জরুরী বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়..
কলকাতা: দেশজুড়ে কার্যকর হল সিএএ ।সিএএ নিয়ে বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র। সিএএ তৎপরতার মধ্যেই নবান্নে জরুরী বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'কোনও বৈষম্য মানব না, CAA রাজ্যে লাগু হতে দেব না।'
'কোনও বৈষম্য মানব না'
তিনি এদিন স্পষ্ট বলেন, ' নির্বাচনের আগে কেন CAA কার্যকরের চেষ্টা ? CAA আইন পাশের পরে বারবার এক্সটেনশন করে আজকে চারবছর লেগে গেল। নির্বাচনের মুখেই এটা করার প্রয়োজন পড়ল তার কারণ, এটা একটা রাজনৈতিক পরিকল্পনা। যে নিয়মটা করা হয়েছে, সেখানে কী বলা হয়েছে। এটা ভোটের আগে মানুষের সঙ্গে ছলনার চেষ্টা, কোনও বৈষম্য মানব না। যদি সিএএ নিয়ে নাগরিকত্ব বাতিল করা হয়, তাহলে তীব্র প্রতিবাদ করা হবে।সিএএ-র নাম করে ডিটেনশন ক্যাম্প রেখে দেবে, তা হবে না। এটা ছলনা। যারা বাংলায় বসবাস করেন, দেশে বসবাস করেন তাঁরা প্রত্যেকে নাগরিক। সিএএ রাজ্যে লাগু হতে দেব না।', হুঙ্কার মুখ্যমন্ত্রীর।
'এই জন্যই কি মতুয়াদের আধার কার্ড বাতিল হচ্ছিল?'
তৃণমূল সুপ্রিমো সুপ্রিমো আরও বলেন, 'আমরা এখনও নোটিফিকেশনটা পাইনি। পুরোটা রিপোর্ট দেখার পর কাগজ পাওয়ার পর ডিটেলটা হাবড়ার মিটিং থেকে বলব। যদি কোনও বৈষম্য হয় সেই জিনিষ আমরা মানি না।' তিনি আরও বলেন, 'এটা যেনও ছেলের হাতের মোয়া, ললিপপ এই ২ দিনে তো কাউকে দিতে পারবে না। বলবে পোর্টালে নাম লেখান। পোর্টালে তো সবাই নাম লেখাবে। আজকে যদি ক্যা (CAA) করে বলেন আপনারা নাগরিক তাহলে কি এদিন নাগরিক ছিল না? এই জন্যই কি মতুয়াদের আধার কার্ড বাতিল হচ্ছিল? জমিজমা করেছে, চাকরি করছে তারমানে সেগুলো সব বাতিল? আইনত হবে তো বিষয়টা? প্রশ্ন তোলেন এদিন মুখ্যমন্ত্রী। বলেন,' এতদিন এদের ভোটেই তো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে, এদের ভোটের কোনও মূল্য নেই।'
আরও পড়ুন, ভোটের আগে আজই CAA নিয়ে কেন্দ্রের বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা
'তৃণমূল কংগ্রেস আওয়াজ তুলবে আলোড়ন তুলবে'
মুখ্যমন্ত্রী আরও বলেন,' যারা বাংলায় বসবাস করেন, দেশে বসবাস করেন তাঁরা প্রত্যেকে নাগরিক। তাঁদের সব অধিকার নতুন আইন বাতিল করে দেবে না তো? আমার মাথায় আসছে তার কারণ পুরনো বিলে তাই ছিল। নর্থ ইস্টেও কিন্তু এটা খুব সেনসিটিভি। নতুন করে অশান্তি হোক সেখানে চাই না। আজকের দিনটাই কেন বেছে নেওয়া হয়েছে আমি জানি। আপনারা ভাল করে রোজা, রমজান পালন করুন। তৃণমূল কংগ্রেস আওয়াজ তুলবে আলোড়ন তুলবে। তার সূচনাটা করে দিয়ে গেলাম।'