Manipur Election Result 2024: এখান থেকেই ন্যায় যাত্রা শুরু করেছিলেন রাহুল, মণিপুরের ২টি আসনেই এগিয়ে কংগ্রেস প্রার্থীরা
Election Result 2024: অশান্তি-বিধ্বস্ত মণিপুরে পা দেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে, ভারত জোড়ো ন্যায় যাত্রার শুরুটাই মণিপুর থেকে করেছিলেন রাহুল গান্ধী।
ইম্ফল : লাগাতার হিংসার ছবি দেখা গেছে রাজ্যে। যদিও অশান্তি-বিধ্বস্ত মণিপুরে পা দেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে, ভারত জোড়ো ন্যায় যাত্রার শুরুটাই মণিপুর থেকে করেছিলেন রাহুল গান্ধী। এই রাজ্যে অশান্তির পিছনে কংগ্রেস বারবার বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেও, মোদি-শাহ বারবার তোপ দেগেছেন কংগ্রেসের বিরুদ্ধে। কিন্তু, মানুষ কী ভাবছেন ? এহেন নানা প্রশ্নের আবহেই মণিপুরের দু'টি লোকসভা কেন্দ্রের ফলাফলে প্রাথমিক প্রবণতায় এগিয়ে কংগ্রেস। মণিপুর ইনার ও মণিপুর আউটার কেন্দ্রে এগিয়ে কংগ্রেস প্রার্থীরা।
ইনার মণিপুর কেন্দ্রে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী থৌনাওজাম বসন্তকুমারের থেকে ৬২ হাজারের বেশি ভোটে এগিয়ে কংগ্রেস প্রার্থী আঙ্গোমছা বিমল আকোইজাম। অন্যদিকে, আউটার মণিপুর কেন্দ্রে নাগা পিপলস ফ্রন্ট বা NPF-এর প্রার্থী কাছুই টিমোথি জিমিকের থেকে ২৭০০-র বেশি ভোটে এগিয়ে কংগ্রেস প্রার্থী অ্যালফ্রেড কানঙ্গম এস আর্থার। প্রসঙ্গত, বিজেপি শাসিত মণিপুরে মাত্র ২টি লোকসভা আসন রয়েছে। এর মধ্যে ইনার মণিপুর কেন্দ্রে মূলত উপত্যকা অধ্যুষিত। অন্যদিকে, আউটার মণিপুর সংরক্ষিত আসন। যা মূলত পাহাড়ি এলাকার।
দিল্লির জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ৫৭ বছর বয়সী অধ্যাপক তথা কংগ্রেস প্রার্থী আকোইজাম উপত্যকার মেইতি সম্প্রদায়ের মানুষ। গণনার নিরিখে এখনও পর্যন্ত তাঁর এগিয়ে থাকা ইঙ্গিত করছে যে, মণিপুর-সঙ্কটের পর স্থানীয় আবেগ কাজ করেছে।
গত বছর মে মাস থেকে শুরু হওয়া হিংসায় দফায় দফায় জ্বলেছে মণিপুর। বিরোধীদের অভিযোগ, হিংসা নিয়ন্ত্রণে কোনও উদ্যোগ নেয়নি কেন্দ্রের বিজেপি সরকার। শান্তি ফেরানোর আশ্বাস দিয়ে কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী জানুয়ারিতে 'ভারত জোড়ো ন্যায় যাত্রার' সূচনা করেন এই রাজ্য থেকে। মণিপুর যে মোদি-সরকারের কাছে অস্বস্তির কারণ হতে পারে, সে কথা আগেই আঁচ করতে পেরেছিলেন অনেকে। কিন্তু আসল প্রশ্ন হল, এতগুলো মাস পেরিয়ে যাওয়ার পরও কেন শান্ত হয়নি উত্তর-পূর্বের এই রাজ্য?
মণিপুরের থুবাল থেকে 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'র (Bharat Jodo Nyay Yatra) সূচনা করেছিলেন রাহুল। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে জাতীয় পতাকা উত্তোলন করে পদযাত্রার উদ্বোধন করেন। তার পর মঞ্চে ওঠেন রাহুল। 'ভারত জোড়ো যাত্রা'র মতো 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' মানুষের কথা শুনতেই তিনি বেরিয়েছেন বলে জানান তিনি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।