এক্সপ্লোর
Advertisement
ভিভিপ্যাট মেশিনে সাপ! কান্নুর লোকসভা আসনের একটি বুথে হুলুস্থুলু
তৃতীয় দফার লোকসভা নির্বাচনে আজ কেরলের কান্নুর আসনের এক ভোটগ্রহণ কেন্দ্রে আচমকাই শোরগোল। ভোটকর্মী থেকে শুরু করে, ভোটার সবাই আতঙ্কিত হয়ে পড়লেন। আসলে রাজনৈতিক দলগুলির মধ্যে কোনও ঝামেলা নয়, ভিভিপ্যাট মেশিনের ভেতরে ঘাপটি মেরে বসেছিল ছোট একটা সাপ।
কান্নুর: তৃতীয় দফার লোকসভা নির্বাচনে আজ কেরলের কান্নুর আসনের এক ভোটগ্রহণ কেন্দ্রে আচমকাই শোরগোল। ভোটকর্মী থেকে শুরু করে, ভোটার সবাই আতঙ্কিত হয়ে পড়লেন। আসলে রাজনৈতিক দলগুলির মধ্যে কোনও ঝামেলা নয়, ভিভিপ্যাট মেশিনের ভেতরে ঘাপটি মেরে বসেছিল ছোট একটা সাপ। আর তা চোখে পড়তেই ওই বুথে হুলুস্থুলু বেঁধে যায়। এই ঘটনার জেরে কিছুক্ষণ ভোটগ্রহণ স্থগিত হয়ে যায়।
যদিও সঙ্গে সঙ্গেই মায়িল কান্ডাক্কাইয়ের ওই বুথে ভিভিপ্যাট মেশিন থেকে সাপটি বের করা হয়। এরপর ফের ভোটগ্রহণ শুরু হয়।
কান্নুর আসনে ভোটের লড়াইয়ে রয়েছেন বর্তমান সিপিএম সাংসদ পিকে শ্রীমতি, কংগ্রেস-ইউডিএফ প্রার্থী কে সুরেন্দ্রন এবং বিজেপি প্রার্থী সিকে পদ্মনাভন। সকাল থেকেই এই লোকসভা কেন্দ্রে বেশ ভালো পরিমাণে ভোট পড়েছে।
নির্বাচন ২০২8 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement