Dilip On Locket : হুগলিতে দুই দিদির নাম্বার ওয়ান হওয়ার লড়াই, লকেটকে কত নম্বর দিলেন দিলীপ?
Loksabha Election 2024 : গত লোকসভা ভোটে লকেটের জেতা সিট হুগলি। সেখানেই ফের টিকিট পেয়েছেন তিনি। অন্যদিকে নিজের জেতা আসন থেকে সরিয়ে বর্ধমান-দুর্গাপুরের ময়দানে লড়াই করতে পাঠানো হয়েছে দিলীপ ঘোষকে।
রঞ্জিত সাউ, কলকাতা : হুগলিতে দুই দিদির লড়াই। দুজনেরই লক্ষ্য দিদি নম্বর ওয়ান হওয়া। জনসংযোগে একজন ধরছেন খুন্তি, অপরজন সাধারণ মানুষের খাচ্ছেন পাত পেড়ে। হুগলির দুই প্রান্তে ছুটে বেড়াচ্ছেন লকেট চট্টোপাধ্য়ায় ( Locket Chatterjee ) ও রচনা বন্দ্য়োপাধ্য়ায় ( Rachana Banerjee ) । প্রচারের ফাঁকে একে অপরকে নিশানাও করেছেন লকেট ও রচনা। তবে একাকালে ছিলেন সতীর্থ। টলিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন এক ছবিতেও। তাই ভদ্রতার সীমা লঙ্ঘন না করেই চলছে রাজনৈতিক আক্রমণ। গত লোকসভা ভোটে লকেটের জেতা সিট হুগলি। সেখানেই ফের টিকিট পেয়েছেন তিনি। অন্যদিকে নিজের জেতা আসন থেকে সরিয়ে বর্ধমান-দুর্গাপুরের ময়দানে লড়াই করতে পাঠানো হয়েছে দিলীপ ঘোষকে।
রাজনৈতিক ময়দানে পুরনো সতীর্থ লকেটকেই এগিয়ে রাখলেন দিলীপ। বললেন, 'রচনা শিল্পের কী বোঝেন? সিনেমা করেন। সিনেমা শিল্প টাই দেখুন। লকেটের সঙ্গে রচনার তুলনাই হয়না। লকেট সিনেমা করার পর কয়েক বছর ধরে সাফল্যের সঙ্গে রাজনীতি করছে। লোকসভায় জিতেছে। পার্টি স্বীকৃতি দিয়েছে। সাফল্যের সঙ্গে দলকে নেতৃত্ব দিয়েছে। তাই লকেট অনেক এগিয়ে। বাকিটা ওখানকার মানুষ ঠিক করব। '
মন্তব্য-পাল্টা মন্তব্যে জমে উঠেছে হুগলি লোকসভা কেন্দ্রে দুই একদা সতীর্থের লড়াই। রাজনীতির ময়দানে নবাগতাকে প্রচার-যুদ্ধে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ প্রাক্তন সহকর্মী। লকেট অবশ্য আগেই হাত পাকিয়েছেন সংসদীয় রাজনীতিতে। তবে লোকসভা ভোটের আগেই এই কেন্দ্রে প্রকাশ্যে চলে আসে হুগলি জেলা বিজেপির কোন্দল। বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বিরোধিতা করে পোস্টারও পড়ে চন্দনগরে। যদিও তৃণমূলের ষড়যন্ত্র বলে অভিযোগ করেন লকেট। তিনি বলেন, 'এই লড়াইটা হচ্ছে মোদিজির দুর্নীতির বিরুদ্ধে লড়াই। মোদি ভার্সেস মমতার লড়াই। এখানে কোনও অভিনেত্রী দিয়ে জাঁকজমক দিয়ে, দিদি নাম্বার ওয়ান দিয়ে যদি দুর্নীতিগুলোকে ধামাচাপা দিতে চায়, হুগলির মানুষ এতটা বোকা নয়।' আবার রচনা বারবার প্রচারে গিয়ে অরাজনৈতিক মন্তব্য করে ভোটারদের মন জিততে চাইছেন। এমনকী তিনি ভোটে জিতলে হুগলির মহিলাদের দিদি নাম্বার ওয়ানে অগ্রাধিকার দেওয়ার কথাও বলেছেন। অন্যদিকে সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে লকেট বলেছেন, 'আমরা কথা দিয়েছি, সরকার এলে টাটাকেই আমরা ফিরিয়ে আনব।' তা নিয়ে আবার কটাক্ষ করতে ছাড়েননি রচনা। এখন এই আবহে কোন দিদি হুগলির মন জয় করতে পারেন সেটাই দেখার।
আরও পড়ুন :
'আমায় বের করো'... ঘুমন্ত পড়ুয়াকে স্কুল বাসে বন্ধ করেই বেপাত্তা ড্রাইভার ! খাস কলকাতায় ভয়াবহ ঘটনা