Loksabha Election 2024 Dilip Ghosh: 'কানের নিচে দু’ থাপ্পড় মারলে ৭ দিন শুনতে পাবে না', মেদিনীপুরে গলা চড়ালেন দিলীপ
Dilip Ghosh Warns TMC : দিলীপ বললেন, ' দিলীপ ঘোষ এরকম জোচ্চোরদের বুকে পা দিয়ে ১৮টা MP জিতিয়েছে। নিজে ৮৭ হাজার ভোটে জিতেছে'
নির্বাচনের দিন ঘোষণা হয়নি, কিন্তু পারদ চড়ছে চড়চড়িয়ে। নির্বাচনী প্রচার মানেই গরমাগরম ভাষণ আর কুকথার তোড় - এটা যেন রীতি হয়ে দাঁড়িয়েছে ইদানিং কালে। এবার ভোটের দিন ঘোষণার আগে, সব প্রার্থীদের নাম ঘোষণার আগেই ধারাল আক্রমণে উত্তপ্ত ময়দান। এখনও পর্যন্ত বাংলায় সব প্রার্থীদের নাম ঘোষণা করেনি বিজেপি। এখনও প্রার্থী তালিকায় দিলীপ ঘোষের নাম ঘোষণা হয়নি। তার আগেই একেবারে ঝাঁঝালো মেজাজে তিনি। এবার মেদিনীপুরের সাংসদ তৃণমূলের কর্মীদের আক্রমণ করে বললেন, কানের নিচে দু’ থাপ্পড় মারলে ৭ দিন শুনতে পাবে না !
মঙ্গলবার বিজেপি সাংসদের যুব আড্ডা কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়ায় মেদিনীপুর শহর ও শালবনির ভাদুতলায়। তৃণমূলের মিছিল থেকে 'চোর' স্লোগান এবং জোরে বাইকের হর্ন বাজানোর অভিযোগ ওঠে। বিজেপি কর্মীরা পাল্টা বিক্ষোভ দেখান। এরপরই মেদিনীপুরের সভা থেকে দিলীপ ঘোষের হুঁশিয়ারি দিলেন তিনি।
বললেন, ' দিলীপ ঘোষ এরকম জোচ্চোরদের বুকে পা দিয়ে ১৮টা MP জিতিয়েছে। নিজে ৮৭ হাজার ভোটে জিতেছে। এই ধরনের সমাজবিরোধী, গুন্ডা, গাঁটকাটা, পকেটমারদের ভয় পায় না। ' তৃণমূল কর্মী, সমর্থকদের চোর স্লোগান শুনে কার্যত মেজাজ সপ্তমে দিলীপ ঘোষের।
এবার মেদিনীপুর থেকে তৃণমূলের প্রার্থী মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া। তাঁর হয়ে প্রচারও শুরু করেছে দলীয় কর্মীরা। সকাল থেকে পশ্চিম মেদিনীপুরের দাঁতন ব্লকের একাধিক এলাকায় তাঁর নামে শুরু হয়েছে দেওয়াল লিখন। তৃণমূল প্রার্থী জুন মালিয়াকে ৪০ হাজারের বেশি ভোটের লিড দেবে দাঁতন, এমনই দাবি করেছেন তৃণমূল ব্লক সভাপতি।
তৃণমূল কর্মীদের হুঁশিয়ারি দিয়ে দিলীপ বলেন, ' এভাবে ভোট করবেন ভাবলে, আমরা কিন্তু অন্য কিছু দিয়ে ভোট করব। কানে দুল পরে যারা চেঁচাচ্ছে, দিলীপ ঘোষ তাদের ভয় পায় না।' তিনি আরও বলেন, '২ লাখের বেশি ভোটে যদি না হারিয়েছি তোমাদেরকে এবারে, তোমরা সবাই আমার নাম নেবে না। '
জুন মালিয়ার প্রতিক্রিয়া এখনও মেলেনি। টিকিট পাওয়া নিয়ে অনিশ্চয়তা থেকেই এই মন্তব্য, প্রতিক্রিয়া তৃণমূল জেলা নেতৃত্বের।
চলতি মাসে বাংলার ৪২টি লোকসভা আসনের মধ্যে ২০টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে বিজেপি। প্রার্থী তালিকায় ২ তারকা প্রার্থী রয়েছেন। ঘাটাল লোকসভায় প্রার্থী করা হয়েছে অভিনেতা-বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে। কাঁথিতে বিজেপির প্রার্থী হয়েছেন শুভেনদু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। এবার সেকেন্ড লিস্টের অপেক্ষা।
আরও পড়ুন :