Narendra Modi 2024 : 'একজন ভারতীয়ও গরিব থাকুন, সেটা চাইনা' দিলীপকে পাশে নিয়ে কী প্রতিশ্রুতি মোদির?
Loksabha Election 2024 : 'যত ঘৃণা আমায় করবে, তার চেয়ে বেশি দেশের সেবা আমি করব' বিরোধীদের চ্যালে়ঞ্জ মোদির।
দুর্গাপুর: একদিকে প্রাক্তন রাজ্য সভাপতি, আরেক পাশে বর্তমান রাজ্য সভাপতি। সুকান্ত, দিলীপকে দুই পাশে বসিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাধানণ মানুষের কাছে চাইলেন ভোট। দিলেন উন্নয়নের পরিস্থিতি। বললেন, নিজে ছোটবেলাটা দারিদ্র্যের মধ্যে কাটিয়েছেন। তাই তিনি চান না একজন ভারতীয়ও দরিদ্র থাকুক । এদিন বর্ধমানে গিয়ে দিলীপ ঘোষ ও অসীম সরকারের হয়ে ভোটপ্রার্থনা করেন তিনি। সেই সঙ্গে আগাগোড়া বাংলার বিরোধী দলগুলিকে আক্রমণ করে গেলেন তিনি। তাঁর বক্তব্যে এল সন্দেশখালি থেকে শিক্ষা-দুর্নীতি ইস্যু।
নরেন্দ্র মোদি বললেন, 'দারিদ্র দেখলে আমার অস্থিরতা বেড়ে যায়। ছোটবেলায় দারিদ্র্য দেখেই আমি বড় হয়েছি। একজন ভারতীয়ও গরিব থাকুন, সেটা চাইনা'। প্রধানমন্ত্রীর দাবি, 'গত ১০ বছরে ২৫ কোটি লোক দারিদ্রসীমার উপরে গিয়েছেন, এটা আনন্দের। পরের ৫ বছরে সবাইকে দারিদ্রসীমার উপরে তুলতে চাই'। রাজ্যের সরকার যেখানে বারবার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে আসছে , সেখানে বাংলার মানুষকে মোদির 'গ্যারান্টি', 'উন্নত ভারত হলে তার থেকে বাইরে থাকবে না বাংলা'।
বর্ধমানের মানুষকে মোদির বার্তা , 'ধান উৎপাদনে বর্ধমানের রমরমা চাই। শিল্প নগরী হিসেবে গোটা বিশ্বে নাম ছড়াক দুর্গাপুর। মহিলাদের রোজগার বাড়াতে চাই। তৃণমূল,কংগ্রেস, বাম কী করছে?' ,সেই সঙ্গে মোদির চ্যালেঞ্জ,'যত ঘৃণা আমায় করবে, তার চেয়ে বেশি দেশের সেবা আমি করব। ' বিরোধী শক্তির বিরুদ্ধে মোদির অভিযোগ, 'ওরা বলছে মোদিকে লাঠি মারো, গুলি করো, তাতে আমি ভয় পাই না' !
এদিন মোদির মুখে ফের শোনা গেল সন্দেশখালি ইস্যু। 'সন্দেশখালিতে এত বড় অপরাধের পরেও অপরাধীকে আড়াল করতে চেয়েছে তৃণমূল' । শেখ শাহজাহানকে আড়াল করার অভিযোগ তুলে ফের একবার বিঁধলেন রাজ্য সরকারকে।
বর্ধমানে গিয়েও মোদি তৃণমূল সরকারকে নিয়োগ দুর্নীতি ইস্যু নিয়ে কার্যত অল-আউট অ্যাটাক করলেন। বললেন, 'নিয়োগ দুর্নীতিতে এত টাকা মিলেছে, মেশিনও গুনতে গুনতে ক্লান্ত হয়ে গিয়েছে'। সম্প্রতি হাইকোর্টের নির্দেশে বাতিল হয়ে গিয়েছে ২০২৬ সালের গোটা প্যানেলটাই। এবার চাকরি হারানো যে শিক্ষকদের নথি ঠিক আছে, তাদের পাশে থাকার বার্তা দিলেন মোদি। বদললেন, লিগাল সেল গড়ে তাঁদের আইনি সহায়তা দেবে বিজেপি। বললেন, যাঁরা সৎ, যাঁদের ডিগ্রি ঠিক আছে, তাঁদের পাশে আছেন তিনি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে