Loksabha Elections 2024: বাবা-মা ভোট দিলেই এক্সট্রা নম্বর সন্তানকে ! একদিনের মাইনে কর্মীদেরও, কোন স্কুলের এমন সিদ্ধান্ত
Loksabha Elections 2024: বাবা-মাকে উৎসাহিত করে ভোট দেওয়াতে পারলেই পরীক্ষায় অতিরিক্ত নম্বর দেওয়া হবে পড়ুয়াদের। ভোটের হার বাড়ানোর জন্য এমনই অভিনব ঘোষণা করল লখনউয়ের একটি স্কুল।
লখনউ: এবার লোকসভা নির্বাচনে (Loksabha Elections 2024) ভোটদানের পরিমাণ বাড়ানোর জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। বিভিন্ন সংস্থাও মানুষকে ভোটদানে উৎসাহিত করতে প্রচুর অফার দিয়েছে। কোথাও বিনামূল্যে খাবার খাওয়ানো হয়েছে তো কোথাও বিলে ছাড় মিলেছে। লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণের আগে অভিনব একটি অফার দিল লখনউের (Lucknow) একটি স্কুল।
আগামী ২০ মে পঞ্চম দফায় ভোটগ্রহণ হবে হবে উত্তরপ্রদেশের লখনউ লোকসভা কেন্দ্রে। সেখানকার মানুষদের ভোটদানে উৎসাহিত করতে অভিনব একটি উদ্যোগ নেওয়া হয়েছে সেন্ট যোশেফ স্কুলের তরফে। ভোটের হার বাড়ানোর জন্য নয়া পরিকল্পনা নিয়েছে তারা। ওই স্কুলের ম্যানেজার অনিল আগরওয়াল প্রতিশ্রুতি দিয়েছেন ওই স্কুলের পড়ুয়াদের বাবা-মা ও শিক্ষক-শিক্ষিকা এবং তাঁদের পরিবারের সদস্যরা যদি ভোট দেন তাহলে তাঁদের একটি উপহার দেওয়ার।
এবিপি লাইভের প্রতিনিধিকে সাক্ষাৎকার দেওয়ার সময় এপ্রসঙ্গে অনিল আগরওয়াল জানান, যে পড়ুয়াদের অভিভাবকরা ভোট দেবেন তাঁদের সন্তানকে আগামী পরীক্ষায় মায়ের ভোটের জন্য পাঁচ নম্বর ও বাবার ভোটের জন্য পাঁচ নম্বর মোট ১০ নম্বর অতিরিক্ত দেওয়া হবে। পড়ুয়ারা ইচ্ছা করলে এই অতিরিক্ত নম্বর একটা বিষয়ের জন্য নিতে পারে বা আলাদা আলাদা বিষয়ের জন্যও নিতে পারে। একই সঙ্গে তিনি তাঁর স্কুলে কর্মরত সমস্ত শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের ভোটদানে উৎসাহিত করতে উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। যদি তাঁরা পরিবারের সদস্যদের নিয়ে ভোট দেন তাহলে তাঁদের একদিনের মাইনে অতিরিক্ত দেওয়ার কথা ঘোষণা করেছেন।
এপ্রসঙ্গে অনিল আগরওয়াল বলেন,"সাধারণত মানুষ ভোটের দিনকে একটা ছুটির দিন হিসেবে দেখে বাড়ি থেকে বের হন না। গণতন্ত্রের এই বিশাল উৎসবে আমরা চাই সবাই অংশ নিন। সেই কারণে শিশুদের বলা হয়েছে যে তারা যেন তাদের অভিভাবকদের কাছে ভোট দেওয়ার আবেদন জানায়। স্কুলের কর্মীদের কাছেও ভোট দেওয়ার আবেদন জানানো হয়েছে। ভোটের পরের দিন অভিভাবক ও শিক্ষকদের নিয়ে একটি মিটিংয়েরও আয়োজন করা হয়েছে। ওই মিটিংয়ে পড়ুয়াদের অভিভাবকদের সঙ্গে নিয়ে এসে ভোটের কালি লাগানো আঙুল দেখাতে বলা হয়েছে। তা দেখাতে পারলেই তাদের পরের পরীক্ষায় অতিরিক্ত ১০ নম্বর দেওয়া হবে। স্কুল কর্তৃপক্ষের সদস্য এবং সমস্ত কর্মীদেরও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে ভোটের কালি লাগানো আঙুলের ছবি পোস্ট করতে বলা হয়েছে। তাঁরা এটা করলে এই মাসে তাঁদের একদিনের মাইনে অতিরিক্ত দেওয়া হবে।"
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Sonia Gandhi: 'ছেলেকে আপনাদের হাতে সঁপে দিলাম', রাহুলের প্রচারে রায়বরেলিতে আবেগঘন সনিয়া