Loksabha Elections 2024 : আজ দ্বিতীয় প্রার্থী তালিকা নিয়ে আলোচনায় বিজেপি, উঠে আসতে পারে কোন কোন হেভিওয়েটদের নাম?
BJP CEC Meeting Today : বিকেল ৫টা নাগাদ আলোচনায় বসবে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি। তারপরই হবে সাসপেন্সের অবসান !
নয়াদিল্লি : প্রথম দফায় ১৯৫ জনের তালিকা প্রকাশ করেছিল বিজেপি। আর এবার বাকি ১৫০ টি আসনের জন্য নিজেদের প্রতিনিধদের নাম ঘোষণা করতে পারে ভারতীয় জনতা পার্টি। সূত্রের খবর, লোকসভা ভোটের প্রার্থীদের দ্বিতীয় তালিকা নিয়ে আলোচনার জন্য সোমবার বসছে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি ( BJP Central Election Committee (CEC) meeting) ।
সূত্রের খবর, বিকেল ৫টা নাগাদ আলোচনায় বসবে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি। ২ মার্চ বিজেপি ১৯৫ জন প্রার্থীর তালিকা প্রকাশ করে। এরপর সোমবারই বাকি দেড়শটি আসন নিয়ে চূড়ান্ত আলোচনা হওয়ার কথা। এই বৈঠকেই প্রার্থীদের দ্বিতীয় তালিকা চূড়ান্ত করা হবে বলে সূত্রের খবর।
বিজেপির প্রথম তালিকায় ঘোষণা করা হয়েছিল উত্তরপ্রদেশের ৫১টি, মধ্যপ্রদেশের ২৪টি, পশ্চিমবঙ্গের ২০টি, গুজরাত ও রাজস্থানের ১৫টি করে, কেরালার ১২টি, তেলঙ্গানার ৯ টি, অসম, ছত্তীসগড় ও ঝাড়খণ্ডের ১১টি, দিল্লির ৫ টি আসনের প্রার্থীদের নাম। এছাড়াও উত্তরাখণ্ডের ৩টি, অরুণাচল প্রদেশ এবং জম্মু ও কাশ্মীর থেকে দুটি করে এবং গোয়া , ত্রিপুরা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং দমন ও দিউ থেকে একটি করে আসনের প্রার্থীদের নাম ঘোষণা হয় সেদিন । বিজেপির সেদিনের তালিকায় দেখা যায় ৩৩ টি আসন থেকে বর্তমান সাংসদদের বদলে নতুন মুখকে প্রতিনিধি করেছে বিজেপি।
নাগপুর: বিজেপির ২য় প্রার্থী তালিকায় নাগপুর আসন থেকে প্রবীণ বিজেপি নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী গডকড়ীকে প্রার্থী করা হবে বলে মনে করা হচ্ছে।
পিলিভিট: পিলিভিট লোকসভা আসন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কারণ এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে না এই আসন থেকে বিজেপির বর্তমান সাংসদ বরুণ গান্ধী টিকিট পাবেন কি না। তিনি পিলিভিট থেকে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ও জেতেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সমাজবাদী পার্টির হেমরাজ ভার্মাকে। তাঁকে ৩ লক্ষেরও বেশি ভোটে পরাজিত করেছিলেন বরুণ ।