Nandigram Lottery Winner: মুখ্যমন্ত্রীকে বরফ দিয়ে এসেছিলেন শিরোনামে, আজ পেলেন সুখবর
বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের জেলাশাসক বিভূ গোয়েল তদন্তে এসে কথাও বলেন নিমাইবাবু সঙ্গে। আর সেই নিমাই বাবুরির হঠাৎ করেই অর্থপ্রাপ্তি ঘটল শুক্রবার। না, মমতা বন্দ্যোপাধ্যায়কে শুশ্রূষার জন্য বরফ সরবরাহ করার জন্য নয়, নিমাই বাবুর অর্থপ্রাপ্তি লটারি টিকিটে।
![Nandigram Lottery Winner: মুখ্যমন্ত্রীকে বরফ দিয়ে এসেছিলেন শিরোনামে, আজ পেলেন সুখবর Mamata Banerjee Leg Injury: helped Mamata Banerjee during her leg injury, won lottery and changed his luck Nandigram Lottery Winner: মুখ্যমন্ত্রীকে বরফ দিয়ে এসেছিলেন শিরোনামে, আজ পেলেন সুখবর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/12/e18f1b4eaa629d14d58f0b8e109433e7_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
অর্ণব মুখোপাধ্যায়, নন্দীগ্রাম: নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে মাইতি মিষ্টান্ন ভান্ডার। মালিক নিমাই মাইতি। এই বিরুলিয়া বাজারে এই মিষ্টির দোকানের সামনেই পায়ে চোট পান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় তার দোকান থেকে বরফ দিয়ে তৃণমূল নেত্রীর পায়ের শুশ্রূষায় সাহায্য করেন নিমাইবাবু। তবে এরপরও বিতর্কে জড়িয়েছেন তিনি। তিনি জানিয়েছিলেন যে, মুখ্যমন্ত্রীকে কেউ ধাক্কা মারেনি। দোকানের সামনে থাকা লোহার পোস্ট গাড়ির দরজায় লেগে আহত হয়েছেন মমতা।
বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের জেলাশাসক বিভূ গোয়েল তদন্তে এসে কথাও বলেন নিমাইবাবু সঙ্গে। আর সেই নিমাই বাবুরির হঠাৎ করেই অর্থপ্রাপ্তি ঘটল শুক্রবার। না, মমতা বন্দ্যোপাধ্যায়কে শুশ্রূষার জন্য বরফ সরবরাহ করার জন্য নয়, নিমাই বাবুর অর্থপ্রাপ্তি লটারি টিকিটে।
বৃহস্পতিবার লটারি টিকিট কেটেছিলেন তিনি। আর শুক্রবার ফলাফল আসে। দেখা যায়, লটারিতে ৫ হাজার টাকা পুরস্কার জিতেছেন নিমাইবাবু। লটারি জিতে খুশি এই মিষ্টান্ন ব্যবসায়ী। দোকানের সামনে গন্ডগোলের জেরে দুদিন সেভাবে বেচাকেনা হয়নি। দোকানের সামনে গন্ডগোল দেখে সেভাবে ক্রেতারাও আসেননি। তাই কপাল ঠুকে একটা লটারি টিকিট কেটে নিয়েছিলেন।
শেষ পর্যন্ত সেই লটারিতে কিছু অর্থপ্রাপ্তি হল। এদিন হাতে পেলেন পাঁচ হাজার টাকা। নিমাইবাবু বলছেন, মানুষের উপকার করলেই ভাগ্যলক্ষী সদয় হন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্যে এগিয়ে গিয়েছিলেন আর তার দু'দিনের মধ্যেই হাতে পেলেন লটারির পুরস্কার। খুব খুশি নিমাইবাবু খবরের সন্ধানে আসা সাংবাদিকদের মিষ্টিও বিতরণ করেছেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)