Mamata Banerjee Rally LIVE: ভাঙা পায়েই খেলা হবে, চ্যালেঞ্জ মমতার
Mamata Banerjee Public Rally in Balarampur LIVE Updates: নন্দীগ্রামে আহত হওয়ার পর, আজ প্রথম জেলা সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়ায় আজ জোড়া সভা তৃণমূলনেত্রীর।

Background
নন্দীগ্রামে আহত হওয়ার পর, আজ প্রথম জেলা সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়ায় আজ জোড়া সভা করলেন তৃণমূলনেত্রী। হুইলচেয়ারে বসেই ভাষণ দেন তিনি। দুপুর ১টা নাগাদ ঝালদা হাইস্কুল মাঠে প্রথম নির্বাচনী সভা। পরের সভা দুপুর ৩টে নাগাদ বলরামপুরে। গত বিধানসভা নির্বাচনে পুরুলিয়াতে ভাল ফল করে তৃণমূল। জেলার ৯টি বিধানসভার মধ্যে ৭টিই তারা দখল করে। ২টি আসন পায় কংগ্রেস। শূন্য হাতে ফিরতে হয় বিজেপিকে। কিন্তু লোকসভা ভোটে সেই হিসেব উল্টে যায়। পুরুলিয়া লোকসভা আসনটি দখল করা ছাড়াও এই লোকসভা কেন্দ্রের অধীনে ৭টি বিধানসভাতেও তৃণমূলকে পিছনে ফেলে এগিয়ে বিজেপি। এই পরিস্থিতিতে ভোটের আগে দলীয় কর্মীদের চাঙ্গা করতে মমতা বন্দ্যোপাধ্যায় আজ কী বার্তা দেন তার দিকেই নজর রাজনৈতিক মহলের।
Mamata Banerjee Rally LIVE: ভাঙা পায়েই খেলা হবে, চ্যালেঞ্জ মমতার
ভাঙা পায়েই খেলা হবে। চ্যালেঞ্জ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Mamata Purulia Rally LIVE: যুদ্ধ যখন হয়, তখন সামনে থেকে লড়তে হয়, বার্তা মমতার
টাকা দিলেও ভোট দেবেন না, টাকা দেওয়াটা অন্যায়। দিল্লি দখল করে দেশটার শেষ করে দিয়েছে, সব বিক্রি করে দিচ্ছে। বিমায় হাত দিয়েছে, বেসরকারিকরণ করতে চাইছে। কৃষকরা বছরে ৬ হাজার টাকা পাচ্ছে, খাজনা মকুব করে দিয়েছি, সবাইকে নিয়ে আমরা কাজ করি। বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।





















