Panchayat Election: সই জাল করে প্রত্যাহার মনোনয়নপত্র! CPIM-এর অভিযোগ ওড়ালেন বিডিও
Paschim Bardhaman:এমন কোনও ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন বিডিও। ভিডিও ফুটেজ রয়েছে বলে তাঁর দাবি

কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: সই জাল করে জমি হাতানো, ব্যাঙ্ক থেকে টাকা তুলে নেওয়ার মতো অভিযোগ এতদিন সামনে এসেছে। এখন সই জাল করে মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার অভিযোগও উঠল। পশ্চিম বর্ধমানে এমনই অভিযোগ করেছে সিপিএম। ওই অভিযোগে রানিগঞ্জে বিডিও অফিসের সামনে বিক্ষোভও দেখানো হয়।
পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন (Panchayat Election) নিয়ে বারবার শাসকদল তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ করেছে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি। মনোনয়ন পর্বে ভাঙড়-ক্যানিং রণক্ষেত্র হয়ে উঠেছিল। উত্তরবঙ্গের চোপড়া থেকে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ- প্রাণহানি হয়েছে। হয়েছে রক্তপাত। পাশাপাশি কখনও বাড়িতে সাদা থান পাঠিয়ে হুমকি দেওয়ার অভিযোগ সামনে এসেছে, কখনও আবার পাড়ায় পাড়ায় মনোনয়ন প্রত্যাহার করাতে চেয়ে হুমকি পোস্টার পড়েছে। মনোনয়ন প্রত্যাহার না করায় মারধর, বাড়ি ভাঙচুরের অভিযোগও উঠেছে। বৃহস্পতিবার সবংয়ে এক বিজেপি প্রার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল- বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। আর এবার, সিপিএম প্রার্থীর তরফে উঠে এল বিস্ফোরক অভিযোগ। রানিগঞ্জে, সিপিএম প্রার্থীর সই জাল করে মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
রানিগঞ্জের টিরাট পঞ্চায়েত সমিতির আসনে তাঁদের প্রার্থী বিকাশ মাঝির সই জাল করে তাঁর মনোনয়ন প্রত্যাহার করানো হয়েছে বলে অভিযোগ সিপিএমের। সিপিএমের রানিগঞ্জ এরিয়া কমিটির সম্পাদক সুপ্রিয় রায় বলেন, 'বিকাশ চন্দ্র মাঝির সই জাল করে যারা এই মনোনয়নপত্র প্রত্যাহার করে নিল, যারা প্রতিদ্বন্দ্বিতা করা থেকে বঞ্চিত করল, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।'
যদিও এমন কোনও ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন বিডিও। রানিগঞ্জের বিডিও অভীক বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'যে প্রার্থী সম্পর্কে ওঁরা অভিযোগ করছেন, সেই প্রার্থীর সইও মিলিয়ে দেখা হয়েছে। মিলে গিয়েছে। ভিডিও ফুটেজও আছে।' যদিও বিডিওর দাবি মানতে চায়নি সিপিএম। দলের তরফে দাবি, বিডিও কোনও প্রমাণ দেখাতে পারেননি।
এই ঘটনায় সিপিএমকেই পাল্টা তোপ দেগেছে তৃণমূল। তৃণমূলের আসানসোল দক্ষিণ (গ্রামীণ) ব্লক সভাপতি দেবনারায়ণ দাস বলেন, 'এরা গ্রাম বাংলায় যখন দরজায় দরজায় ভোট ভিক্ষা করতে যাচ্ছে, প্রত্যেকটা দরজা থেকে প্রত্যাখ্যাত হচ্ছে। এটা এদের অপপ্রচার।' ঘটনার প্রতিবাদে, বৃহস্পতিবার বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায় সিপিএম।
আরও পড়ুন: বর্ষাতে ভ্যাপসা গুমোট গরম কাটাতে চালাচ্ছেন এসি, মেশিনের খেয়াল রাখতে কী কী করবেন





















