Panchayat Election 2023: রানিনগরের কংগ্রেসের হাতে আক্রান্ত তৃণমূল কর্মীর মৃত্যু
Panchayat Poll 2023: কেউ এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে হাতে থলেভর্তি বোমা নিয়ে , কেউ ঘুরে বেড়াচ্ছে মুখে বেঁধে বন্দুক হাতে।
মুর্শিদাবাদ: ভোটের দিন কংগ্রেসের (Congress) হাতে আক্রান্ত হন বলে অভিযোগ। গতকাল রাতে মৃত্য়ু হল মুর্শিদাবাদের (Murshidabad) রানিনগরের আহত তৃণমূল কর্মীর। পরিবারের দাবি, ভোটের দিন, সিজারুল শেখ নামে বছর ৩৪-এর তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা। গুরুতর জখম অবস্থায় সিরাজুলকে ভর্তি করা হয় মুর্শিদাবাদ মেডিক্য়াল কলেজে। অভিযোগ, অবস্থার অবনতি হওয়ায়, সেদিনই রাতে তাঁকে আনা হচ্ছিল কলকাতায়। কিন্তু কংগ্রেসের অবরোধের জেরে আটকে পড়ে গাড়ি। সন্ধেয় ফের ভর্তি করা হয় মুর্শিদাবাদ মেডিক্য়াল কলেজে। গত কাল রাতে হাসপাতালেই মৃত্য়ু হয় তৃণমূল কর্মীর।
পঞ্চায়েত ভোটপর্বজুড়েই (Panchayat Election) উত্তেজনাপূর্ণ মুর্শিদাবাদকে দেখল বঙ্গবাসী। প্রথম দিন কেউ এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে হাতে থলেভর্তি বোমা নিয়ে , কেউ ঘুরে বেড়াচ্ছে মুখে বেঁধে বন্দুক হাতে। ফাঁকা মাঠে চলছে লাগাতার বোমাবাজি, ভোটের পরদিনও মুর্শিদাবাদে (Murshidabad) ভয়ের পরিবেশ। সকাল থেকে বোমার শব্দে কাঁপল সালার। সালারের চুনসুরা এলাকায় মুড়ি মুড়কির মতো পড়ল বোমা।
মালিহাটি গ্রাম পঞ্চায়েতের ১৮৩ নম্বর বুথের নির্দল প্রার্থী সাহানারা খাতুনের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। সিসিটিভি ফুটেজে, নির্দল প্রার্থীর বাড়ির সামনে বন্দুক হাতে ঘোরাঘুরি করতে দেখা যায় দুষ্কৃতীদের।
অন্যদিকে, রবিবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে সামশেরগঞ্জ। নির্দল ও তৃণমূল সমর্থকদের বচসা ঘিরে শুরু হয় বোমাবাজি। থলেভর্তি বোমা হাতে এলাকায় দাপিয়ে বেড়াতে দেখা যায় দুষ্কৃতীদের। বোমাবাজির জেরে আশপাশের বাড়ির কাচ ভেঙে পড়ে।
একদিকে যখন, সামশেরগঞ্জ ও সালারে মুড়ি-মুড়কির মতো বোমা পড়ছে, তখন মুর্শিদাবাদের হরিহরপাড়ায় সামনে এল চাঞ্চল্যকর সিসিটিভি ফুটেজ। কোমর থেকে বন্দুক বের করে এসইউসিআই কর্মীকে মার। বন্দুকের বাঁট দিয়ে বেধড়ক মারধর করলেন তৃণমূল প্রার্থীর স্বামী। অন্যদিকে, দোকানে বসে থাকার সময় এসইউসিআই কর্মীর ওপর হামলা চালাম স্বরূপনগরের তৃণমূল প্রার্থীর স্বামী সফিকুল ইসলাম। ভোটের দিন মুর্শিদাবাদে খুন হতে হয়েছে একের পর এক রাজনৈতিক দলের কর্মীকে। তার পরও মুর্শিদাবাদে ভোট হিংসা থামছে না কোনওমতেই।