(Source: ECI/ABP News/ABP Majha)
Panchayat Election News : হাওড়ার নলপুরে ভোটের ৫ দিন পরে ঝোপ থেকে উদ্ধার ভোটিং স্ট্যাম্প
- ৩৫ দিনে ৪৭ মৃত্যু - মৃতদের পরিবারকে ২লক্ষ টাকা সাহায্য, চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর - গণনাপর্বেও ভয়ঙ্কর ভাঙড়ে মৃত্যু
LIVE
Background
কলকাতা: গত ১ মাস ধরে রাজ্যে ভোট সন্ত্রাসে ( Poll Violence ) মৃত্যুমিছিল। ৩৫ দিনে রাজ্যে মৃত্যু হল ৪৭ জনের। এর মধ্যে যেমন বিরোধী দলের কর্মীরা রয়েছেন, রয়েছেন তৃণমূলের কর্মীরাও ( TMC ) । ভোটগণনার দ্বিতীয় দিনেও মৃত্যু হল ৫ জনের।
এ যেন লাশের পাহাড়, ভোট ঘোষণার পর মৃত্য়ু ! মনোনয়ন পর্বে মৃত্য়ু! ভোটের দিন মৃত্য়ু! গণনার পরও মৃত্য়ু! অন্তহীন মৃত্য়ুমিছিল! ৮ জুন ভোট ঘোষণার পর থেকে, ভোটের আগের দিন পর্যন্ত সন্ত্রাসে মৃত্যু হয়েছে ২০ জনের। শুধুমাত্র ভোটের দিন, অর্থাৎ ৮ জুলাই সন্ত্রাসে মৃত্যু হয়েছে ২১ জনের। ভোটের পর থেকে গণনা, মাঝের এই ২ দিনে খুন ৬ জন।
সব মিলিয়ে গত ৩৫ দিনে মৃত্যু হল ৪৭ জনের।
মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, ' কয়েকটা মাত্র জেলায় গণ্ডগোল হয়েছে। বিরোধী পক্ষ জোট বেধে মেরেছে। আমাদের বেশী কর্মী মারা গেছে। রাম-বাম-শ্য়াম আরেকটি দল মিলে অশান্তি করেছে। মৃতদের পরিবারকে আমরা ২ লক্ষ টাকা করে দেব এবং হোমগার্ডের চাকরি দেব '
ভাঙড়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল ২ জন আইএসএফ কর্মীর। সন্ত্রাসের ভাঙড়ে খুন হতে হল এক সাধারণ গ্রামবাসীকেও।
মালদার রতুয়ায় ভোট-পরবর্তী সন্ত্রাসের শিকার হলেন এক কংগ্রেস কর্মী। চাঁচলে খুন হলেন তৃণমূল কর্মী। এসএসকেএম হাসপাতালে মৃত্যু হল সাগদিঘির আক্রান্ত কংগ্রেসকর্মীর। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে মৃত্য়ু হয়েছে তৃণমূল কর্মীর।
তাৎপর্যপূর্ণ বিষয় হল, এদিনই কলকাতা হাইকোর্ট বলেছে, খুব দুঃখের যে, ফল ঘোষণার পরে রাজ্য অশান্তি আটকাতে পারছে না, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না। যদি রাজ্য তার বাসিন্দাদের নিরাপত্তা দিতে না পারে তাহলে সেটা উদ্বেগের।
Panchayat Poll Result Update: ভোটের ফল বেরোতেই অশান্ত নন্দীগ্রাম
ভোটের ফল বেরোতেই অশান্ত নন্দীগ্রাম। আক্রান্ত তৃণমূলকর্মীদের আনা হল এসএসকেএমে। তৃণমূল করার অপরাধে মহিলাকে বেঁধে মারের অভিযোগ।
Panchayat Poll News : নির্দল সমর্থকদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
পঞ্চায়েত ভোট পরবর্তী হিংসায় (Panchayat Post Poll Violence) অব্যাহত উত্তর দিনাজপুর জেলায়। নির্বাচনে জেতার পরই নির্দল সমর্থকদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল এবং নির্দল সমর্থকদের এই সংঘর্ষে আহত হয়েছে উভয়পক্ষের প্রায় ১০ জন। আহতদের রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Panchayat Poll Result Update: ভোট শেষেও সন্ত্রাস
ভোট শেষেও সন্ত্রাস। বাসন্তী গেল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। রাজ্যপালের কাছে নালিশ।
Panchayat Poll News : গণনাকেন্দ্রের বাইরে ছড়িয়ে ব্যালট পেপার
পুরুলিয়ার সাঁতুড়ি ব্লকে গণনাকেন্দ্রের বাইরে ছড়িয়ে ব্যালট পেপার। ভোটের ফল ঘোষণার পর প্রকাশ্যে ব্যালট ছড়িয়ে থাকায় চাঞ্চল্য।
Panchayat Poll Result Update: নদীর ধারে ব্যালট, প্রতিবাদে কুমারগঞ্জে ধুন্ধুমার
নদীর ধারে ব্যালট, প্রতিবাদে কুমারগঞ্জে ধুন্ধুমার। বিডিও অফিস ঘেরাও করে বিজেপির বিক্ষোভ। বিক্ষোভকারীদের হঠাতে পুলিশের লাঠিচার্জ।