Panchayat Election Results: 'আমি পথে নেমে যা দেখেছি, তা খুবই দুশ্চিন্তার..', গণনার দিন কেন বললেন রাজ্যপাল ?
Governor on Panchayat Election Results: সবুজ ঝড় জেলায় জেলায়, তবু মলিন হয়নি হিংসার ছাপ। আর এমনই এক পরিস্থিতিতে নিজের বক্তব্য স্পষ্ট করলেন রাজ্যপাল। কী বললেন সিভি আনন্দ বোস ?
কলকাতা: পঞ্চায়েত ভোট (Panchayat Elections 2023) ঘিরে রক্তাক্ত বাংলা। সন্তান হারিয়েছেন অনেক মায়েরাই। তবে শুধুই যে তাঁরা কোনও রাজনৈতিক দলের কর্মী, এমনটাও নয়। অনেকেই সাধারণ ভোট হয়েও নিজের ইচ্ছাপ্রকাশ করায়, নৃশংসভাবে খুন হয়েছেন। হামলা শুধু প্রার্থীর উপরেই থেমে থাকেনি। গিয়েছে বাড়ি পর্যন্ত। বোমাবাজি করার অভিযোগ উঠেছে। খুনের হুমকিও পেয়েছে গোটা পরিবার। যদিও আজ সবুজ আবিরের বন্যা জেলায় জেলায়, তবু মলিন হয়নি হিংসার ছাপ। আর এমনই এক পরিস্থিতিতে নিজের বক্তব্য স্পষ্ট করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ( Governor CV Ananda Bose)।
রাজ্যপাল বলেন, 'আমি পথে নেমে যা দেখেছি, তা খুবই দুশ্চিন্তার। খুন সংঘর্ষ, গা জোয়ারি কিছুই বাদ দেয়নি। আর এসব কিছুরই বলি হচ্ছেন গরীব মানুষরা। এটা বাংলার বৈশিষ্ট্য নয়। রাজনীতি থাকবেই। কিন্তু হিংসাকে রাজনীতির আওতার বাইরে রাখা উচিত। এই পরিস্থিতির কথা আমার সাংবিধানিক সতীর্থদের জানা উচিত। আমি তাঁদের জানাব।'
প্রসঙ্গত, গোটা বাংলাতেই দিকে দিকে গণনার দিন হিংসা প্রকাশ্য়ে এসেছে। ভাতারের আমারুন হাইস্কুলের গণনা কেন্দ্র থেকে সিপিএমের এজেন্টকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। গণনা কেন্দ্রের বাইরে বিক্ষোভ সিপিএমের। লাঠি উঁচিয়ে বিক্ষোভকারীদের হঠিয়ে দেয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। খণ্ডঘোষে গণনাকেন্দ্রে সিপিএম এজেন্টকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগে অবরোধ করা হয়। ঘটনাস্থলে গেলে পুলিশকে তাড়া সিপিএমের বলে পাল্টা অভিযোগ উঠেছে। এদিকে ভাতারে গণনাকেন্দ্রের বাইরে সিপিএমের বিক্ষোভ চলতে থাকে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি উঁচিয়ে তাড়া পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর।
কাটোয়া ১ নম্বর ব্লকের গণনাকেন্দ্রে সিপিএম ও বিজেপির এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। সিপিএমের কর্মী সমর্থকদের মারধর, একজন সিপিএম সমর্থক হাসপাতালে ভর্তি গণনাকেন্দ্রে যাওয়ার সময় হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। মারধরের অভিযোগ করে গণনাকেন্দ্র থেকে বাড়ির পথে বিরোধী এজেন্টরা প্রতিবাদে থানার সামনে বিরোধীদের অবস্থান-বিক্ষোভ চলেছে।
আরও পড়ুন,'সিপিএম জিতলেই ৩-৪ বার কাউন্টিং..', নিয়ম লঙ্ঘন নিয়ে বিস্ফোরক সেলিম'
সিপিএম কংগ্রেস এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। কীর্ণাহারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতেও দেখা গিয়েছে। গণনা শুরুর আগে তুমুল উত্তেজনা তৈরি হয়। তৃণমূল, বিজেপি বচসা, হাতাহাতি বাধে বলে অভিযোগ। হাওড়ার ডোমজুড়ের বালি দুর্গাপুর পল্লীমঙ্গল বিদ্যামন্দির গণনা কেন্দ্রের সামনে দফায় দফায় গন্ডগোল বাধে। গণনা কেন্দ্রের সামনে নর্দমা থেকে উদ্ধার সিপিএম প্রার্থীর নামে ছাপ মারা প্রচুর ব্যালট। নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।