Panchayat Election : ১ ভোটে জিতলেও হারিয়ে দেওয়া হয়েছে ! বাসন্তীতে বিস্ফোরক বিজেপি প্রার্থী
Panchayat Election Results : হারার পরে বাহানা, পাল্টা কটাক্ষ তৃণমূল কংগ্রেসের
হিন্দোল দে, দক্ষিণ ২৪ পরগনা : পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) জিতেও হল হারতে ! ইচ্ছে করে হারিয়ে দেওয়ার বিস্ফোরক অভিযোগ। ১ ভোটে জিতে যাওয়ার পরেও হারিয়ে দেওয়ার অভিযোগ বিজেপি (BJP) প্রার্থীর। ঘটনা বাসন্তীর মসজিদবাটি গ্রাম পঞ্চায়েতে। গেরুয়া শিবিরের প্রার্থীর অভিযোগ, সার্টিফিকেট দেওয়ার আগে ইচ্ছে করে হারিয়ে দেওয়া হয়েছে। তৃণমূলের বাতিল ভোট দিয়ে হারিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির। হারার পরে বাহানা, পাল্টা কটাক্ষ তৃণমূল কংগ্রেসের (TMC) !
বিজেপি প্রার্থী ও তাঁর এজেন্টের অভিযোগ, ভোট গণনার শেষে তাঁরা ১ ক্ষোটে জেতেন। সার্টিফিকেটও ইস্যু হয়ে যায়। বিজেপি প্রার্থীর এজেন্টকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হয় তা হাতে দেওয়ার জন্য়। কিন্তু তারপরই তৃণমূল প্রার্থী এক অফিসারকে নিয়ে সেখানে পৌঁছন বলেই জানান বিজেপি প্রার্থীর এজেন্ট। বাতিল ভোটের ব্যালট থেকে দুটি তুলে কিছুক্ষণ পরে সেগুলো বৈধ বেল জানান হয়। আর যারপরই বিজেপি প্রার্থী ১ ভোটে হেরে গিয়েছেন বলেই তাঁদের জানান হয় বলেই অভিযোগ।
তৃণমূল প্রার্থী জোর করে তাঁদের হারিয়ে দিয়েছেন বলেই অভিযোগ দাগেন বিজেপি প্রার্থী ও তাঁর এজেন্ট। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী। তাঁর কথায়, হেরে যাওয়ার পর বাহানা দিচ্ছে।
গ্রাম বাংলা কার দখলে জানান ভোট গণনার দিনে ব্যালট ঘিরে একাধিক অভিযোগ সামনে এসেছে। কোচবিহারের ১ নম্বর ব্লকে গণনাকেন্দ্রে ব্যালটে কালি ও জল ঢালার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। যার জেরে তৈরি হয় ব্যাপক উত্তেজনা। অভিযোগ, '১০০ ভোটের মধ্যে ৯৮টি পায় বিজেপি, ২টি ভোট পায় তৃণমূল', তারপরই ব্যালটে কালি ও জল ঢালে তৃণমূল, অভিযোগ বিজেপির। আটক করা হয় তৃণমূলের অভিযুক্ত মহিলা প্রার্থীকে। এদিকে হাবড়ায় হার এড়াতে ব্যালট পেপার ছিঁড়ে তা খেয়ে ফেলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর বিরুদ্ধে।
আরও পড়ুন- হার এড়াতে ব্যালট খেয়ে নিলেন তৃণমূল প্রার্থী ! সিপিএমের অভিযোগে শোরগোল হাবড়ায়
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial