Panchayat Elections 2023 Live Updates: কাল পঞ্চায়েতের প্রায় সাতশো বুথে পুনর্নির্বাচন, কোন কোন বুথে ফের ভোট?
WB Panchayat Polls News Live Updates: পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত খবরের আপডেট পেতে চোখ রাখুন
LIVE

Background
Panchayat Vote Updates LIVE: তমলুকে নাইকুড়ি হাইস্কুলে স্ট্রংরুমে ব্যালট বাক্সে কারচুপির অভিযোগ
তমলুকে নাইকুড়ি হাইস্কুলে স্ট্রংরুমে ব্যালট বাক্সে কারচুপির অভিযোগ। তমলুক শহর তৃণমূল সভাপতির ওপর চড়াও বিক্ষোভকারীরা। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল চঞ্চল খাড়ার। তৃণমূল নেতার গাড়িতে আগুন। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি তমলুক মেডিক্যাল কলেজে। বিক্ষোভে হঠাতে লাঠিচার্জ পুলিশের।
Panchayat Election LIVE Updates: কাল পঞ্চায়েতের প্রায় সাতশো বুথে পুনর্নির্বাচন, কোন কোন বুথে ফের ভোট?
কাল পঞ্চায়েতের ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন। মুর্শিদাবাদের ১৭৫টি বুথে কাল পুনর্নির্বাচন। সন্ত্রাস বিধ্বস্ত নবগ্রাম, সামশেরগঞ্জ, ডোমকল, লালগোলা, হরিহরপাড়া-সহ। মুর্শিদাবাদের ১০টি এলাকায় পুনর্নির্বাচন। মালদার ১০৯টি বুথ, নদিয়ার ৮৯টি বুথে হবে পুনর্নির্বাচন। কোচবিহারে ৫৩টি বুথ, দিনহাটার ২ টি ব্লকের ১৯টি বুথ, তুফানগঞ্জের ৫টি বুথে পুনর্নির্বাচন। হলদিবাড়ি, সিতাই, মাথাভাঙা, কোচবিহার দুটি ব্লকের বহু বুথে পুনর্নির্বাচন। উত্তর দিনাজপুরে ৪২টি বুথে হবে পুনর্নির্বাচন। উত্তর ২৪ পরগনার ৪৬টি বুথ, দক্ষিণ ২৪ পরগনার ৩৬টি বুথে হবে পুনর্নির্বাচন। বাসন্তীর ফুলমালঞ্চ প্রাথমিক স্কুলের ২টি বুথেই হবে পুননির্বাচন। নেত্রা-সহ ডায়মন্ড হারবারের ১০টি বুথে হবে পুনর্নির্বাচন।
পূর্ব মেদিনীপুরে ৩১টি বুথ, হুগলিতে ২৯টি বুথে আগামীকাল পুনর্নির্বাচন। দক্ষিণ দিনাজপুরে ১৮, বীরভূম, জলপাইগুড়িতে ১৪টি করে বুথে পুনর্নির্বাচন হবে। ময়ূরেশ্বর, দুবরাজপুর-সহ বীরভূমের ১৪টি বুথে আগামীকাল পুনর্নির্বাচন। পশ্চিম মেদিনীপুরে ১০টি বুথ, বাঁকুড়ায় ৮টি বুথ, পুরুলিয়ায় ৪টি বুথে কাল পুনর্নির্বাচন। হাওড়ায় ৮টি বুথ, পশ্চিম বর্ধমানে ৬টি বুথ, পূর্ব বর্ধমানে ৩টি বুথে হবে পুনর্নির্বাচন। কাল সকাল ৭টা থেকে শুরু হবে পুনর্নির্বাচন। প্রতি বুথে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনীর ৪জন করে জওয়ান। গতকাল ভোটদানের হার প্রায় ৮১ শতাংশ।
Panchayat Vote Updates LIVE: পুনর্নির্বাচনের আগে নাকাশিপাড়ায় গুলি
পুনর্নির্বাচনের আগে নাকাশিপাড়ায় গুলি। তৃণমূল-সিপিএম সংঘর্ষ, চলল গুলি। নাকাশিপাড়ায় গুলিবিদ্ধ সিপিএম কর্মী। গুরুতর জখম অবস্থায় ভর্তি শক্তিনগর জেলা হাসপাতালে।
Panchayat Election LIVE Updates: সামশেরগঞ্জের পর মুর্শিদাবাদের সালারেও ব্যাপক বোমাবাজি
নির্দল প্রার্থীর বাড়ির সামনে বন্দুক হাতে দাপাদাপি। সামশেরগঞ্জের পর মুর্শিদাবাদের সালারেও ব্যাপক বোমাবাজি। নির্দল প্রার্থীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। মুড়ি-মুড়কির মতো বোমাবাজি মুর্শিদাবাদের সালারে। ভোট লুঠ করতে না পারায় বাধা, দাবি আইএসএফ প্রার্থীর। অভিযোগ মানতে নারাজ শাসক দল
Panchayat Vote Updates LIVE: আমতায় আনিসের আত্মীয় তথা সিপিএম প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ
আমতায় আনিসের আত্মীয় তথা সিপিএম প্রার্থীর বাড়িতে হামলা। পরপর বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আতঙ্কে ঘরছাড়া পরিবারের লোকেরা। হার বুঝতে পেরে মিথ্যে অভিযোগ করছে, দাবি তৃণমূলের।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
