Panchayat Elections Result 2023:ফেসবুকে 'সকল মা মাটি ও মানুষকে' শুভেচ্ছা তৃণমূলনেত্রীর
WB Panchayat Poll Result Live: পঞ্চায়েত ভোটের ফলাফল নিয়ে যাবতীয় খবরের দ্রুত আপডেট পেতে চোখ রাখুন এখানে।
LIVE
Background
৮ জুলাই এক দফায় গোটা বাংলায় পঞ্চায়েত ভোট (Panchayat Election) হয়েছে। ভোটের দিন সারা রাজ্যে দেখা গিয়েছে অশান্তির ছবি। কার্যত রক্তস্নাত হয়েছে গোটা পঞ্চায়েত ভোট (Panchayat poll)। মনোনয়ন পর্ব থেকে দফায় দফায় হিংসা এবং প্রাণহানির ঘটনা ঘটেছে এই বাংলা। ১০ জুলাই কিছু কিছু বুথে পুনর্নির্বাচন (Re Election) হয়েছে। সেটাও একেবারে শান্তিপূর্ণ হয়েছে বলা যায় না। পাশাপাশি ভোটের পরেও নানা জেলা থেকে হিংসার খবর এসেছে। ব্যালট বাক্স নিয়েও বিস্তর অভিযোগ-পাল্টা অভিযোগ চলেছে শাসক ও বিরোধীদের মধ্যে। এই আবহেই ১১ জুলাই, মঙ্গলবার ভোটগণনা। ২০২৩ সালের পঞ্চায়েত ভোটের ফলাফল সবার আগে জানতে চোখ রাখুন এখানে।
রাজ্যের দশম পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) ফলাফলের ক্ষেত্রে প্রথমে গ্রাম পঞ্চায়েত, তারপর পঞ্চায়েত সমিতি ও সবশেষে জেলা পরিষদের ভোট গণনা হবে। প্রত্যেকটি ক্ষেত্রেই ২ রাউন্ড করে গণনা হবে। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের গণনার সময় থাকবেন একজন কাউন্টিং অফিসার (Counting Officer) এবং একজন কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট। সঙ্গে থাকবেন প্রতি প্রার্থীর একজন করে কাউন্টিং এজেন্ট (Counting Agent)।
রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission) সূত্রে খবর, ভোটগণনা ৮ টা থেকে শুরু হলেও ব্যালট পেপার (Ballot Paper) শর্টিং শেষ করে মূল গণনার কাজ শুরু হতে ৯ টা বেজে যাবে। প্রথমে গণনা হবে ই ডি (ইলেকশন ডিউটি) ভোট। তারপর একে একে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের ভোট গণনা। প্রত্যেক স্তরের ভোট গণনার শেষে ভোটকেন্দ্র থেকে সবহাই বেরিয়ে গেলে তারপর শুরু হবে পরের স্তরের ভোটগণনা।
স্ট্রংরুম থেকে প্রথমে আনা হবে প্রথমে গ্রাম পঞ্চায়েতের ব্যালট বাক্স। গ্রাম পঞ্চায়েতের ২ রাউন্ড হবে ভোট গণনা। যে গণনা শেষ হওয়ার পর স্ট্রংরুম থেকে আনা হবে পঞ্চায়েত সমিতির ব্যালট বাক্স। সেক্ষেত্রেও ২ রাউন্ড গণনার পর জেলা পরিষদের ক্ষেত্রেও একই নিয়ম। মোট ৩৩৯ টি কেন্দ্রে হবে ভোটগণনা। যার মধ্যে সবথেকে বেশি কেন্দ্র দক্ষিণ ২৪ পরগনায় । ২৮ টি।
WB Panchayat Poll Result Live: মনোনয়ন থেকে নির্বাচন পেরিয়ে ভোট গণনা, কোনও পর্বই হিংসা ছাড়া মিটল না
মনোনয়ন থেকে নির্বাচন পেরিয়ে ভোট গণনা, কোনও পর্বই হিংসা ছাড়া মিটল না
Panchayat Elections Result 2023:গণনার সময় অশোকনগরে দফায় দফায় অশান্তি
গণনার সময় অশোকনগরে দফায় দফায় অশান্তি। গণনাকেন্দ্রের বিরোধীদের মারধরের অভিযোগ। প্রতিবাদে গণনাকেন্দ্রের সামনে জমায়েত, ইটবৃষ্টি। ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস
WB Panchayat Poll Result Live: ময়ূরেশ্বরে তৃণমূল প্রার্থীকে হারিয়েই দলে ফিরতে চেয়ে বার্তা নির্দল প্রার্থীর
ময়ূরেশ্বরে তৃণমূল প্রার্থীকে হারিয়েই দলে ফিরতে চেয়ে বার্তা নির্দল প্রার্থীর। ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের ঝাকোটা পঞ্চায়েতে জিতলেন নির্দল প্রার্থী। হারিয়ে দিলেন তৃণমূলের ৩ বারের জয়ী প্রার্থীকে ।
Panchayat Elections Result 2023:ফেসবুকে 'সকল মা মাটি ও মানুষকে' শুভেচ্ছা তৃণমূলনেত্রীর
ফেসবুকে 'সকল মা মাটি ও মানুষকে' শুভেচ্ছা তৃণমূলনেত্রীর।
Panchayat Elections Result 2023:ফেসবুকে 'সকল মা মাটি ও মানুষকে' শুভেচ্ছা তৃণমূলনেত্রীর
ফেসবুকে 'সকল মা মাটি ও মানুষকে' শুভেচ্ছা তৃণমূলনেত্রীর।