Ram Navami Rally: বোমাবাজি-আগুন! রামনবমীর মিছিল ঘিরে তুমুল হিংসা মুর্শিদাবাদে
Murshidabad: গোটা ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল বিজেপির। তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। রাতে কংগ্রেসের সঙ্গেও হাতাহাতি বিজেপির
রাজীব চৌধুরী ও সৌরভ বন্দ্যোপাধ্য়ায়, মুর্শিদাবাদ: দিনভর ছবিটা শান্তিপূর্ণ থাকলেও, রামনবমীর (Ram Navami 2024) বিকেলে মুর্শিবাদের (Murshidabad) শক্তিপুর বাজারে ফিরল গতবারের অশান্তির ছবি। ইটবৃষ্টি থেকে বোমাবাজি বাদ গেল না কিছুই। ভাইরাল হয়েছে সেই ভিডিও। যা ঘিরে তরজায় জড়িয়েছে তৃণমূল ও বিজেপি। বুধবার রাতে আহতদের হাসপাতালে দেখতে গেলে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে (Adhir Chowdhury) গো ব্যাক স্লোগান দেয় বিজেপি।
ইটবৃষ্টি, মুহূর্মুহু বোমাবাজি, আগুন। ঝরল রক্তও! দিনভর ছবিটা শান্তিপূর্ণ থাকলেও, রামনবমীর বিকেলে মুর্শিবাদের শক্তিপুর বাজারে ফিরল গতবারের অশান্তির ছবি। বিজেপির (BJP on Murshidabad Ram Navami Clash) রাজ্য় সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্য়ায় বলেন, 'রেজিনগরে রামনবমীর মিছিলের ওপর বোমাবর্ষণ এবং পাথর ছোড়ার ঘটনা, অত্য়ন্ত উদ্বেগজনক। সনাতনীদের উপর এই হামলা প্রমাণ করছে, মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিকল্পনা মতোই, তাঁর সমর্থকরা এই কাজ করেছে।' তৃণমূলের সঙ্গে এই ঘটনার কোনওরকম সম্পর্কই নেই বলে দাবি করেছে রাজ্যের শাসক দলের নেতৃত্ব। এই ঘটনায় তৃণমূল কোনওভাবে জড়িত নয় বলে দাবি করেছেন মুর্শিদাবাদের তৃণমূল প্রার্থীও।
বুধবার, বিকেলে রামনবমী উৎসব উদযাপন সমিতির তরফে শক্তিপুর বাজারে মিছিল বের করা হয়। অভিযোগ, মিছিল কিছুদূর এগোতেই, সেই মিছিলে ইটবৃষ্টি শুরু হয়। অভিযোগ, পাল্টা মিছিল থেকেও ইটবৃষ্টি শুরু হতেই সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। এরই মধ্যে বোমা এসে পড়তে থাকে। পরপর বোমাবাজির মাঝেই আগুন ধরিয়ে দেওয়া হয় বেশ কিছু দোকানে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্য়াসের শেল ফাটায় পুলিশ! শুরু হয় লাঠিচার্জ। আহত হন বেশ কয়েকজন।
কংগ্রেস-বিজেপি সংঘাত:
এদিন রাতে আহতদের দেখতে হাসপাতালে গেলে অধীর চৌধুরীকে ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি। কংগ্রেস ও বিজেপির মধ্যে কার্যত হাতাহাতির পরিস্থিতি তৈরি হয় হাসপাতাল চত্বরে। বিজেপির বিক্ষোভের মুখে মেজাজ হারিয়ে বিজেপির নেতাকে ধাক্কা মারতে দেখা যায় বহরমপুরের কংগ্রেস প্রার্থী ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে। শক্তিপুরের এই ঘটনায় স্থানীয় প্রশাসনকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন অধীর চৌধুরী। তিনি বলেন, 'স্থানীয় প্রশাসনের ব্যর্থতায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।'
মুর্শিদাবাদের শক্তিপুর বাজারে রামনবমীর মিছিলে উত্তেজনার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, 'শক্তিপুরে রামনবমীর মিছিল আক্রান্ত হয়েছে। ওখানে বেছে বেছে সনাতনীদের দোকান লুঠ হয়েছে।'
ভাইরাল ভিডিওয় দেখা গেছে মিছিলের শুরুতে অনেকেরই হাতে অস্ত্র। তারপর শেষে বোমাবাজি। আরও একবার আতঙ্ক-উদ্বেগের ছবি এই বাংলায়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: প্রথমবার UPSC দিয়েই সারা ভারতে ব়্যাঙ্ক ৯৪, কীভাবে সফল হলেন তমালি?