এক্সপ্লোর
ইভিএম-এর সঙ্গে ১০০ শতাংশ ভিভিপ্যাট স্লিপ মিলিয়ে দেখার আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা খারিজ সুপ্রিম কোর্টের
এর আগে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু সহ বিরোধী নেতারা ইভিএম-এর সঙ্গে ৫০ শতাংশ ভিভিপ্যাট স্লিপ মিলিয়ে দেখার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।

নয়াদিল্লি: বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের ভোটগণনা। তার আগে আজ ইভিএম-এর ফলের সঙ্গে ১০০ শতাংশ ভিভিপ্যাট স্লিপ মিলিয়ে দেখার আর্জি জানিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। চেন্নাইয়ের একটি সংস্থা ‘টেক ফর অল’ এই মামলা দায়ের করেছিল। তবে বিচারপতি অরুণ মিশ্রর নেতৃত্বাধীন অবকাশকালীন বেঞ্চ বলেছে, প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চ আগেই এই সংক্রান্ত মামলা খারিজ করে দিয়েছে। ফলে এ বিষয়ে নতুন করে আর কোনও রায় দেওয়া যাবে না।
এর আগে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু সহ বিরোধী নেতারা ইভিএম-এর সঙ্গে ৫০ শতাংশ ভিভিপ্যাট স্লিপ মিলিয়ে দেখার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। তবে গত ৭ মে সেই আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। যদিও গত ৮ এপ্রিল নির্বাচন কমিশনকে ইভিএম-এর সঙ্গে ভিভিপ্যাট স্লিপ মিলিয়ে দেখার পরিমাণ বাড়ানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।
নির্বাচন ২০২8 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
POWERED BY
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
বিজ্ঞান
খবর
জেলার
Advertisement
