Suvendu Adhikari:'ঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি তৈরিতে টাকা দিতে অনুমতি দিয়েছে কমিশন', দাবি শুভেন্দুর
Election 2024:'ঝড়ে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের বাড়ি তৈরির জন্য় টাকা দেওয়ার অনুমতি ইতিমধ্য়েই দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন', এক্স হ্য়ান্ডল পোস্টে দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
কলকাতা: 'ঝড়ে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের বাড়ি তৈরির জন্য় টাকা দেওয়ার অনুমতি ইতিমধ্য়েই দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন', এক্স হ্য়ান্ডল পোস্টে দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (ECI Permission On Compensation For Disaster Hit Residents)। বিরোধী দলনেতার দাবি, ৯ এপ্রিল রাজ্য় সরকারকে এ বিষয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। ঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টিকে আদর্শ আচরণ বিধির বাইরে রাখা হয়েছে, দাবি বিরোধী দলনেতার। ঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি তৈরির জন্য় টাকা দিতে কোনও বাধা নেই, দাবি শুভেন্দু অধিকারীর। তৃণমূল মানুষকে বোকা বানিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে বলেও এক্স হ্য়ান্ডল পোস্টে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা।
তৃণমূলের দাবি...
তৃণমূলের তরফে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক জনসভায় বার বার দাবি করেন, কমিশনের তরফে এই টাকা দেওয়া নিয়ে বাধা দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে আদর্শ নির্বাচনী আচরণবিধি জারি থাকার প্রসঙ্গই শোনা গিয়েছে তাঁদের মুখে।
"You can fool some of the people all of the time, and all of the people some of the time, but you can not fool all of the people all of the time."
— Suvendu Adhikari (Modi Ka Parivar) (@SuvenduWB) April 15, 2024
The renowned pair of Pathological and Congenital Liars of West Bengal think that they will keep on lying and the People of WB will… pic.twitter.com/cAxDZeUpfg
যদিও শুভেন্দু অধিকারীর বক্তব্য, গত ৯ এপ্রিল নির্বাচন কমিশন রাজ্য সরকারকে চিঠি দিয়ে জানায় যে ঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টিকে আদর্শ আচরণবিধির বাইরে রাখা হয়েছে।
অভিষেকের কথায়...
দিনতিনেক আগে ঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ বিতর্কে সরাসরি নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, '৪৮ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গে ঝড়ে ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টে ঢুকবে ১ লক্ষ ২০ হাজার টাকা। নির্বাচন কমিশন সরকারের বিরুদ্ধে এফআইআর করলে করুক।' ময়নাগুড়ির সভা থেকে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে অভিষেক আরও বলেন, 'অসমে বিহু উৎসবের কমিটিগুলিকে দেড় লক্ষ টাকা দেওয়ার অনুমতি দেওয়া হলে বাংলায় ঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষেত্রে টাকা দিতে বাধা কেন?' ওই দিন নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও তোলেন অভিষেক। এতেই শেষ নয়। ভোটের পর ক্ষতিগ্রস্তদের তৃণমূলের তরফে আরও ২০ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এর পর, আজ শুভেন্দুর এক্স হ্য়ান্ডেলে পোস্ট।
আরও পড়ুন:ছাতিফাটা গরম, পথচারীদের পানীয় জল খাইয়ে প্রচার সুজাতার, শিবমন্দিরে দিলেন পুজোও