Narendra Modi: 'এই ভোটে জাতপাতের ভিত্তিতে ভাগাভাগির অনেক চেষ্টা হয়েছে', বিভেদের রাজনীতি নিয়ে সরব মোদি
BJP: মোদি এদিন বলেন, ''এই ভোটে জাতপাতের ভিত্তিতে ভাগাভাগির অনেক চেষ্টা হয়েছে, ভাগাভাগির বিরুদ্ধেই মানুষ ভোট দিয়েছেন।

নয়াদিল্লি: 'এই ভোটে জাতপাতের ভিত্তিতে ভাগাভাগির অনেক চেষ্টা হয়েছে, বিভেদের রাজনীতির বিরুদ্ধে ভোট দিয়েছে মানুষ'। মধ্যপ্রদেশ (Madhyapradesh), রাজস্থান (Rajasthan) ও ছত্তীসগঢ়ে (Chhattisgarh) বিশাল সাফল্য পর বিজেপির (BJP) সদর দফতর থেকে এমনই মন্তব্য করলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ দিন বক্তব্যের শুরুতেই জাতপাতের প্রসঙ্গ তুলে সরব হয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ''এই ভোটে জাতপাতের ভিত্তিতে ভাগাভাগির অনেক চেষ্টা হয়েছে, ভাগাভাগির বিরুদ্ধেই মানুষ ভোট দিয়েছেন। নারী, যুব, কৃষক, গরিব-এরাই ভারতের ৪ জাতি'। তাঁর কথায়, 'এই জয় নারীশক্তি, যুবশক্তি, কৃষিশক্তি এবং গরীবের জয়'।
লোকসভা ভোটের (Loksabha Election) আগে বিজেপির জয়জয়কার। সেমিফাইনালে বিজেপির (BJP) 'ছক্কা'য় 'আউট' হয়েছে কংগ্রেস। ৪ রাজ্য়ের মধ্য়ে ৩ রাজ্য়েই সিংহাসনের পথে বিজেপি। মোদি-ঝড়ে ৩ রাজ্য়ে দাঁড়াতেই পারেনি কংগ্রেস। মোদিতেই পূর্ণ আস্থা রেখেছে হিন্দি বলয়।
'হাত'-এ ভরসা রেখেছে শুধু তেলঙ্গানাই। মোদি ঝড়ে দক্ষিণের পার্টিতে পরিণত হল কংগ্রেস।
#WATCH | Delhi: Prime Minister Narendra Modi says "Today, we are seeing the results. There is no alternative to BJP in Madhya Pradesh. BJP has been in power for 2 decades and even after such a long time, people's trust in BJP is increasing continuously...In the first public… pic.twitter.com/WzeMX2dMD5
— ANI (@ANI) December 3, 2023
রবিবার সন্ধেতে বিজেপির সদর দফতরে বক্তব্য রাখতে গিয়ে এই জয়কে 'ঐতিহাসিক ও অভূতপূর্ব' বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তাঁর বক্তব্য, "আত্মনির্ভর ভারতের সংকল্প জয়ী হয়েছে। বঞ্চিতদের অগ্রাধিকার দেওয়ার আইডিয়া জয়ী হয়েছে। জয়ী হয়েছে দেশের উন্নতির জন্য রাজ্যের উন্নতি চাওয়ার আইডিয়া।"
এদিন কংগ্রেসকে (Congress) 'সাবধানবাণী' দিয়ে মোদি বলেন, ‘'আপনারা শুধরে যান। জনতা নাহলে আপনাদের বেছে বেছে সাফ করে দেবে'। তাঁর কথায়, 'দেশের সেবা করার জন্য রাষ্ট্রসেবা করতে হয়। অহংকার, নিরাশা, নেতিবাচক হেডলাইন দেয় সংবাদমাধ্যমকে। জনতার মনে স্থান দেয় না। নতুন কোনও প্রকল্প হলে, গরিবের জন্য বাড়ি তৈরি করলে কংগ্রেস এবং তার সঙ্গীরা ব্যঙ্গ করে'।
আরও পড়ুন: Telangana Election Result 2023: 'BJP সেবায় কোনও খামতি রাখবে না' তেলেঙ্গানায় হারের পরও বার্তা মোদির





















