Abhishek Banerjee:আজই রাজ্যপালের সঙ্গে দেখা করতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়
TMC Dharna:আজই রাজ্যপালের সঙ্গে দেখা করতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে তৃণমূলের ধর্নায় ধুন্ধুমারের ঘটনাতেই রাজ্যপালের সঙ্গে দেখা করতে চান অভিষেক, খবর সূত্রে।
কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: আজই রাজ্যপালের সঙ্গে দেখা করতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee Wants Appointment With Governor CV Ananda Bose)। দিল্লিতে তৃণমূলের ধর্নায় ধুন্ধুমারের ঘটনাতেই রাজ্যপালের সঙ্গে দেখা করতে চান অভিষেক, খবর সূত্রে। অভিষেকের নেতৃত্বে রাজ্যপালের সঙ্গে দেখা করতে চান তৃণমূলের ১২জন প্রতিনিধিও।
কী জানা গেল?
রাজধানীতে জাতীয় নির্বাচন কমিশনের দফতরের বাইরে যে ঘটনা ঘটেছে, তার খবর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এসে পৌঁছেছে। তাতে তৃণমূল শীর্ষ নেতৃত্ব বড় ক্ষুব্ধ, এও জানা যাচ্ছে। তৃণমূল সূত্রে খবর, ভূপতিনগরের ঘটনায় এনআইএ একপেশে কাজ করছে বলে দলীয় নেতৃত্ব অভিযোগ করে বেরিয়ে আসার পর তাঁদের সঙ্গে পুলিশ যে আচরণ করে, তাতেই ক্ষোভ বাড়ে শীর্ষ নেতাদের। এর পরই খবর, তৃণমূলের ১২ সদস্যের একটি প্রতিনিধিদল আজই রাজ্যপালের সঙ্গে দেখা করতে চেয়ে সময় চান। রাজ্যপালের কাছে সেই বার্তা দেওয়া হয়েছে। সাক্ষাতের জন্য জরুরি ভিত্তিতে সময় চাওয়া হয় বলে খবর। আজ রাতের মধ্যে যাতে তিনি দেখা করেন, সেই মর্মে জরুরি ভিত্তিতে দেখা করতে আর্জি জানানো হয়।
রাজধানীতে তৃণমূলের ধর্নায় হইচই...
কেন্দ্রীয় এজেন্সিগুলির অপব্যবহারের অভিযোগ কার্যত নিয়মিত তুলে আসছে বিরোধীরা। কেন্দ্রীয় এজেন্সি-বিজেপি যোগের অভিযোগে সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের সামনে ধর্না দেয় তৃণমূল। সেই ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে দিল্লি। ইডি, সিবিআই, এনআইএ, আয়কর দফতরের প্রধানের অপসারণের দাবিও জানানো হয় এই ধর্না থেকে। সেখানে কার্যত ধুন্ধুমার লেগে যায়। শান্তনু সেন, ডেরেক ও ব্রায়েন, দোলা সেনের মতো প্রতিনিধিদলের সদস্যদের টেনে হিঁচড়ে সরিয়ে দেয় পুলিশ, তোলা হয় প্রিজন ভ্যানে। সেখানেও স্লোগান দিতে দিতে যান শান্তনুরা। পরে, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শান্তনু সেনকে বলতে শোনা যায়, 'অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা যখন কৃষিভবনে গিয়েছিলাম, মন্ত্রী আমাদের সঙ্গে দেখা না করে পালিয়ে যান। আমরা যখন শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ করছিলাম, যে ভাবে আমাদের চ্যাংদোলা করে, টেনেহিঁচড়ে নিয়ে গিয়েছিল, আজ একই জিনিস হল।' যদিও, গোটা পর্ব নিয়ে কটাক্ষ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলেন, 'ও বেকার, আইন জানে না। ...প্রচার পাবে বলে ফটোসেশন করতে গিয়েছে। বাজার খুব খারাপ। মিটিংয়ে ৮০ শতাংশ চেয়ার ভরছে না... মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক ভোকাট্টা।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন:এনআইএ-র ডিজি-র কাছেই এসপি-র বিরুদ্ধে তদন্তের দাবি কুণালের