Mimi Chakraborty Injury: দুর্ঘটনা, পায়ে আঘাত নিয়েই প্রচার শেষ করলেন মিমি
হুগলির পুরশুড়ায় ভোটপ্রচারে গিয়ে আহত তৃণমূল সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। আজ পুরশুড়ার তৃণমূল প্রার্থী দিলীপের হয়ে প্রচারে গিয়েছিলেন তিনি। সেখানেই প্রচার গাড়িতে তাঁর পায়ে একটি সাউন্ড মেশিন পড়ে যায়।
কলকাতা: হুগলির পুরশুড়ায় ভোটপ্রচারে গিয়ে আহত তৃণমূল সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। আজ পুরশুড়ার তৃণমূল প্রার্থী দিলীপের হয়ে প্রচারে গিয়েছিলেন তিনি। সেখানেই প্রচার গাড়িতে তাঁর পায়ে একটি সাউন্ড মেশিন পড়ে যায়।
রাত পোহালেই শুরু নির্বাচন। শনিবার প্রথম দফায় রাজ্যের পাঁচ জেলার তিরিশটা আসনে ভোটগ্রহণ। এই তিরিশটা আসনের মধ্যে পুরুলিয়ার ৯টা, পশ্চিম মেদিনীপুরের ৬টা, বাঁকুড়ার ৪টে, পূর্ব মেদিনীপুরের ৭টা এবং ঝাড়গ্রামের ৪টে আসন রয়েছে। শেষবেলার প্রচারও চলছে জোরকদমে। সমস্ত দলীয় প্রার্থীরাই অবিশ্রান্তভাবে ঝাঁপিয়ে পড়েছেন প্রচারে। আজ হুগলিতে প্রচারে গিয়েছিলেন মিমি। নির্দিষ্ট জায়গায় পৌঁছে নিজের গাড়ি থেকে নেমে হুড খোলা গাড়িতে ওঠেন মিমি। তারপর সেই গাড়ি করেই শুরু করেন যাত্রা।
রাস্তায় স্বভাবতই ভিড় জমে যায় মিমিকে দেখবার জন্য। ভিড় ঠেলে এগোতে থাকে তারকা সাংসদের গাড়ি। এরমধ্যেই ঘটে দুর্ঘটনা। গাড়ির ভিতরে থাকা একটি সাউন্ড বক্স হঠাৎ পড়ে যায় মিমির ডান পায়ের গোড়ালিতে। আঘাত পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে থামিয়ে দেওয়া হয় যাত্রা। পাশের বাড়ি থেকে বরফ এসে সঙ্গে সঙ্গে সাংসদের পায়ে দেওয়া হয়। চলে প্রাথমিক চিকিৎসাও। এরপর কিছুটা স্থিতিশীল হতে আবার যাত্রা শুরু করেন মিমি। জানান, আঘাত গুরুতর নয় বলেই যাত্রা শেষ করার সিদ্ধান্ত। এরপর প্রচার শেষ করে হেলিকপ্টারে করে ফিরে যান তিনি।
প্রসঙ্গত, নন্দীগ্রামে মনোনয়ন পত্র জমা দিতে গিয়ে বিরুলিয়া বাজারে আহত হন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ করা হয়, হামলা করা হয়েছে মুখ্যমন্ত্রীর ওপর। পায়ে গুরুতর আঘাত লাগে তাঁর। সেইসময় মুখ্যমন্ত্রীর ওপর 'হামলা'-র প্রতিবাদে সরব হয়েছিলেন তৃণমূল সমর্থক থেকে শুরু করে সাংসদরা। মিমি চক্রবর্তী সেই সময় ভোটপ্রচারে গিয়ে বলেছিলেন, 'মুখ্যমন্ত্রীর যে কষ্ট হয়েছে, আমরা তার প্রতিশোধ নেব। আমাদের কাজ হিংসা ছড়ানো নয়, মানুষের পাশে থেকে কাজ করা।'
তবে কেবল রাজনীতি নয়, মিমি ব্যস্ত তাঁর পোষ্যের স্বাস্থ্যের কারণেও। তাঁর সন্তানসম পোষ্য কুকুর চিকু ক্যানসারে আক্রান্ত। সেই খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করাতেই তাঁর ওয়াল ভরেছিল প্রার্থনায়, সাহায্যে। সাধারণ মানুষ থেকে শুরু করে টলিপাড়ার তারকারাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। নুসরত, ঐন্দ্রিলা, পার্নো থেকে শুরু করে সেখানে কমেন্ট করেছিলেন পরিচালক রাজও। গতকালই সোশ্যাল মিডিয়ায় চিকুর ছবি পোস্ট করেন মিমি। সেখানে দেখা যায়, পোষ্যর সঙ্গে খেলায় মত্ত মিমি। ছবি ক্যাপশানে সুসংবাদ দেন মিমি। লেখেন, ‘চিকুর চিকিৎসা শুরু হয়েছে।’ সেইসঙ্গে সবাইকে ধন্যবাদও জানান তিনি।