TMC Brigade Rally Traffic Regulation: রবিবার তৃণমূলের 'জনগর্জন' , কোন কোন রাস্তা এড়িয়ে চলবেন ?
Lok Sabha Election 2024 : লোকসভা ভোট । তার আগে ব্রিগেড সমাবেশ তৃণমূলের। অবশ্যই, দলনেত্রী কোনও রণকৌশল ঠিক করে দেবেন রবিবারে সভা থেকে।
সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : লোকসভা ভোটের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি। কিন্তু, এর মধ্যে চার বার রাজ্য ঘুরে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আরামবাগ, কৃষ্ণনগর, বারাসাতের পর শনিবার শিলিগুড়িতেও সভা করে গেলেন। কার্যত জোরদার প্রচার শুরু করে দিয়েছে বিজেপি। এবার লোকসভা ভোটের প্রচারাভিযান জোরদার করতে ময়দানে পুরোদস্তুর নেমে পড়ছে রাজ্যের শাসকদলও। অন্তত রবিবারে তৃণমূলের ব্রিগেড সমাবেশের প্রস্তুতি সেই ইঙ্গিতই দিচ্ছে। এদিকে এই সমাবেশ উপলক্ষ্যে মহানগরে বেশ কয়েকটি রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
লোকসভা ভোট । তার আগে ব্রিগেড সমাবেশ তৃণমূলের। অবশ্যই, দলনেত্রী কোনও রণকৌশল ঠিক করে দেবেন রবিবারের সভা থেকে। সেরকমটা অনুমান করেই যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সমাবেশে বহু কর্মী-সমর্থক ভিড় জমাবেন, তেমনই দাবি করছেন তৃণমূল নেতৃত্ব।কলকাতা, হাওড়া-সহ বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করে ব্রিগেডমুখী হবেন শাসকদলের কর্মী, সমর্থকরা। সেকথা মাথায় রেখেই যান চলাচলে, তথা সার্বিক ট্র্যাফিক ব্যবস্থা মসৃণ রাখতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রশাসনও মনে করছে, রবিবার শহরে প্রচুর মানুষের ভিড় হবে। এই পরিস্থিতিতে পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ এই ভিড়ের মধ্যে সাধারণ মানুষ যাতে নিরাপদে গন্তব্য পৌঁছতে পারেন তার জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা রাখা। অন্যদিকে, ব্রিগেডমুখী মানুষ যাতে গন্তব্যে পৌঁছতে পারেন সেটা নিশ্চিত করা।
এই পরিস্থিতিতে শনিবার রাত ১০টা থেকে ব্রিগেড এবং তার আশপাশের এলাকায় পুলিশ পোস্টিং শুরু। আগামীকাল সকাল ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। রাত ১০টার পর চলা ভারী গাড়ির উপর বিধিনিষেধ শনিবার থেকেই। সব মিলিয়ে ব্রিগেড ও তার আশপাশের এলাকাকে ১০টি বিভাগে ভাগ করা হয়েছে। প্রতিটি বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে একজন করে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার একজন অফিসারকে।
লালবাজার সূত্রে খবর, রবিবার ভোর ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত কলকাতার একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ড-সহ মধ্য কলকাতাকে ১০টি সেক্টরে ভাগ করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে থাকবেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার একজন অফিসার। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। ব্রিগেডমুখী মিছিল যে পথে যাবে, তাও নির্দিষ্ট করা হয়েছে।
Traffic update:- pic.twitter.com/bPEcSbEvdM
— Kolkata Traffic Police (@KPTrafficDept) March 9, 2024
হাজরা, শ্যামবাজার, বন্দর এলাকা, সল্টলেক, পার্ক সার্কাস ছাড়াও মূলত হাওড়া ও শিয়ালদা থেকে বড় মিছিল আসবে। হাওড়া থেকে মিছিল আসবে হাওড়া ব্রিজ পেরিয়ে স্ট্র্যান্ড রোড ও ব্রেবোর্ন রোড ধরে। শিয়ালদা থেকে মিছিল মৌলালি, এন এন ব্যানার্জি রোড ধরে ব্রিগেডে পৌঁছবে। আজ থেকেই কলকাতায় আসতে শুরু করেছেন তৃণমূলের কর্মী, সমর্থকরা। কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম, নেতাজি ইন্ডোর, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তাঁদের রাখা হবে।
ব্রিগেডমুখী কোন কোন পথ ?
- শিয়ালদা থেকে আসা মিছিল মৌলালি, এস এন ব্যানার্জি রোড ধরে ধর্মতলা হয়ে পৌঁছবে ব্রিগেডে।
- হাওড়া স্টেশন থেকে আসা মিছিল হাওড়া ব্রিজ পেরিয়ে, ব্রেবোর্ন রোড ধরে এগোবে ব্রিগেডের দিকে।
- দক্ষিণ কলকাতার রাসবিহারী ও হাজরা থেকে বেরনো মিছিল আশুতোষ মুখার্জি রোড হয়ে ব্রিগেডের পথে যাবে।
- হাওড়া এবং বিভিন্ন জেলা থেকে আসা তৃণমূল কর্মীরা, দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে, খিদিরপুর রোড, ক্যাসুরিনা অ্যাভিনিউ হয়ে ব্রিগেডে পৌঁছবেন।
- শ্যামবাজার থেকে আসা মিছিল সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে ব্রিগেডের দিকে যাবে।
এছাড়া ভিড়ের চাপ এবং পরিস্থিতি বুঝে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে, - আমহার্স্ট স্ট্রিট,
- কেশবচন্দ্র সেন স্ট্রিট থেকে বিবেকানন্দ রোড পর্যন্ত বিধান সরণি,
- কলেজ স্ট্রিট,
- ব্রেবোর্ন রোড,
- হেয়ার স্ট্রিট থেকে রাজা উডমান্ট স্ট্রিট পর্যন্ত স্ট্র্যান্ড রোড,
- বি বি গাঙ্গুলি স্ট্রিট,
- বেন্টিঙ্ক স্ট্রিট,
- নিউ CIT রোড,
- এবং বি কে পাল অ্যাভিনিউ থেকে লালবাজার স্ট্রিট পর্যন্ত রবীন্দ্র সরণি