এক্সপ্লোর
Advertisement
ফোন করে মোদিকে শুভেচ্ছা ট্রাম্পের, জি-২০ সম্মেলনে হবে সাক্ষাৎ
মার্কিন প্রেসিডেন্ট ফল বেরনোর দিনই একটি ট্যুইট বার্তায় নরেন্দ্র মোদির প্রশংসা করে বলেন, " মোদি একজন মহান মানুষ ও নেতা। ভারতবাসী ওঁকে পেয়ে ভাগ্যবান।"
নয়াদিল্লি: দ্বিতীয়বার ক্ষমতায় ফিরছেন মোদি। নির্বাচনের ফল ঘোষণার পর মোদিকে ফোন করে শুক্রবার শুভেচ্ছা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস সূত্রে খবর, আগামী জুনে জাপানে জি-২০ সম্মেলনে দেখা করছেন মোদি-ট্রাম্প।
ভোটের ফলাফল বেরনোর আগেই আমেরিকা জানায়, নতুন যে সরকারই ক্ষমতায় আসুক, তারা হাত মিলিয়ে কাজ করবে।
হোয়াইট হাউস জানিয়েছে, দুই দেশই দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার লক্ষ্যে কাজ করবে। মার্কিন প্রেসিডেন্ট ফল বেরনোর দিনই একটি ট্যুইট বার্তায় নরেন্দ্র মোদির প্রশংসা করে বলেন, " মোদি একজন মহান মানুষ ও নেতা। ভারতবাসী ওঁকে পেয়ে ভাগ্যবান।"
Just spoke to Prime Minister @NarendraModi where I congratulated him on his big political victory. He is a great man and leader for the people of India - they are lucky to have him!
— Donald J. Trump (@realDonaldTrump) May 24, 2019
Congratulations to Prime Minister @NarendraModi and his BJP party on their BIG election victory! Great things are in store for the US-India partnership with the return of PM Modi at the helm. I look forward to continuing our important work together!
— Donald J. Trump (@realDonaldTrump) May 23, 2019
মোদিও ট্রাম্পের ট্যুইট বার্তার জবাব দেন। লেখেন,"আমিও দ্বিপাক্ষিক চুক্তিগুলি এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আগ্রহী, যা বিশ্বশান্তি ও সমৃদ্ধির সহায়ক হবে।"
Thank you @realDonaldTrump!
This victory represents the aspirations of a nation of 1.3 billion people.
I too am looking forward to working closely with you for closer bilateral ties, which also augur well for global peace and prosperity. https://t.co/MbnDQBBnMF
— Narendra Modi (@narendramodi) May 23, 2019
ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের জানান, তাঁর সঙ্গে নরেন্দ্র মোদির ফোনে কথা হয়েছে। তিনি মোদিকে জয়ের জন্য আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। ট্রাম্প বলেন, তিনি তাঁর তরফ থেকে, আমেরিকাবাসীর তরফ থেকে অভিনন্দন জানিয়েছেন। সেই সঙ্গে উল্লেখ করেন, মোদি তাঁর বন্ধু। ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক বেশ ভাল।
জুনের ২৮ ও ২৯ তারিখে জি-২০ সম্মেলন। সেখানেই দেখা হতে চলেছে দুজনের। তাঁদের মধ্যে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা, অসামরিক পারমাণবিক চুক্তি, বাণিজ্য, প্রতিরক্ষা প্রযুক্তি প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
নির্বাচন ২০২8 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement