এক্সপ্লোর
Advertisement
বিজেপি-র ঢেউয়ে বিরোধীদের ঘুম উড়েছে, দাবি মোদির
‘ভোটাররা মিথ্যাবাদীদের শিক্ষা দিচ্ছেন। কংগ্রেস ও অন্য দলগুলি জোর ধাক্কা খেয়েছে। তারা আমাকে অপমান করার নয়া অজুহাত খুঁজছে।’
কেন্দ্রাপাড়া: এবারের লোকসভা নির্বাচনে প্রথম দু’দফার ভোটদানের পর বিজেপি-র পক্ষে ঢেউ দেখে কংগ্রেস সহ বিরোধী দলগুলির রাতের ঘুম উড়ে গিয়েছে। আজ এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওড়িশার কেন্দ্রাপাড়ায় এক জনসভায় তিনি বলেন, ‘ঢেউ না, এটা চ্যালেঞ্জে পরিণত হয়েছে। আরও একবার মোদি সরকার গঠিত হবে। ২০১৪ সালেও আমি এত ভালবাসা পাইনি। প্রথম দু’দফার ভোটে মানুষ যেভাবে সাড়া দিয়েছেন, তাতে অন্য দলগুলির চেয়ে এগিয়ে বিজেপি।’
LIVE : PM Shri @narendramodi is addressing a public meeting in Kendrapara, Odisha #AayegaToModiHi https://t.co/4FXD3JZqac
— BJP (@BJP4India) April 23, 2019
মোদি আরও বলেছেন, ‘ভোটাররা মিথ্যাবাদীদের শিক্ষা দিচ্ছেন। কংগ্রেস ও অন্য দলগুলি জোর ধাক্কা খেয়েছে। তারা আমাকে অপমান করার নয়া অজুহাত খুঁজছে। গত পাঁচ বছরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দুর্নীতির একটিও অভিযোগ ওঠেনি। ওড়িশার মানুষের কাছে আমার আর্জি, আপনারা দু’হাতে বিজেপি-কে ভোট দিন। একটি লোকসভা নির্বাচনের জন্য এবং অপরটি বিধানসভা নির্বাচনের জন্য। নবীন পট্টনায়েকের নেতৃত্বাধীন বিজেডি সরকার শুধু ক্ষমতা দখল করার কথাই ভাবে। এই সরকারের অগ্রাধিকারের তালিকায় উন্নয়ন নেই। ওড়িশার শাসক দলের নেতাদের চেয়ে সাধারণ মানুষের বুদ্ধি বেশি। তাঁরা বিজেডি সরকারকে বিদায় জানাবেন। নবীনবাবু, এবার আপনাকে যেতে হবে।’
নির্বাচন ২০২8 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
খবর
Advertisement