এক্সপ্লোর
Advertisement
(Source: Poll of Polls)
West Bengal Election 2021: বাবুঘাটে বাস থেকে নামতেই আগ্নেয়াস্ত্র সহ পাকড়াও মহিলা সহ দুই, পোস্তায় ৫০ লক্ষ টাকা সহ ধৃত যুবক, বাকযুদ্ধ তৃণমূল-বিজেপির
ভোটের মুখে কলকাতায় উদ্ধার হল অস্ত্র ও কয়েক লক্ষ টাকা। বাবুঘাট থেকে আগ্নেয়াস্ত্র সহ এক মহিলা সহ ৩ জনকে গ্রেফতার করেছে লালবাজারের গুন্ডাদমন শাখা। উদ্ধার হয়েছে একাধিক অত্যাধুনিক পিস্তল ও ম্যাগাজিন। অন্যদিকে, পোস্তা এলাকা থেকে ৫০ লক্ষ টাকা সহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
আবীর দত্ত, কলকাতা: ভোটের মুখে কলকাতায় উদ্ধার হল অস্ত্র ও কয়েক লক্ষ টাকা। বাবুঘাট থেকে আগ্নেয়াস্ত্র সহ এক মহিলা সহ ৩ জনকে গ্রেফতার করেছে লালবাজারের গুন্ডাদমন শাখা। উদ্ধার হয়েছে একাধিক অত্যাধুনিক পিস্তল ও ম্যাগাজিন। অন্যদিকে, পোস্তা এলাকা থেকে ৫০ লক্ষ টাকা সহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
ভোটের আগে কলকাতার দুই এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও টাকা উদ্ধারের ঘটনায় দানা বাঁধছে রহস্য। শুক্রবার সন্ধেয় বাবুঘাটের কাছে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ এক মহিলা ও এক যুবককে গ্রেফতার করে লালবাজারের গুন্ডাদমন শাখা।
পুলিশ সূত্রে খবর,বাবুঘাটের কাছে বিহার থেকে কলকাতায় আসা একটি বাস থেকে নামেন সন্দেহভাজন ওই মহিলা ও এক যুবক। একই বাসে কলকাতা এলেও বাস থেকে নামার পর অপরিচিতের মতো দুই দিকে রওনা দেন মহিলা ও যুবক।
দু’জনেরই সঙ্গে ছিল লাগেজ। তখনই তাঁদের পথ আটকায় পুলিশ। জেরা করে সন্দেহ হওয়ায় দু’জনকেই গ্রেফতার করা হয়।
তদন্তকারীদের দাবি, ধৃত দু’জনের ব্যাগ থেকে উদ্ধার হয় ৬টি নাইন এম এম অত্যাধুনিক পিস্তল ও ১২টি ম্যাগাজিন।
পরে ওই দুজনকে জেরা করে বারুইপুর থেকে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম,ইয়াসিন বেগম ওরফে রোশনি,শাহরুখ মিস্ত্রি ও আব্দুল সেলিম গাজি ওরফে বাবলু।
তদন্তকারীদের দাবি, ধৃতরা জেরায় জানিয়েছে, বিহারের ভাগলপুর থেকে বাসে করে আগ্নেয়াস্ত্রগুলি কলকাতায় আনা হয়। অস্ত্রগুলি নিয়ে যাওয়া হচ্ছিল বারুইপুরে এক অস্ত্র বিক্রেতার কাছে।
কী কারণে অস্ত্র আনা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। ভোটের মুখে এভাবে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চড়ছে রাজনীতির পারদ।
তৃণমূল নেতা ও জৈব ও প্রযুক্তি মন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, যারা উত্তরপ্রদেশ, গুজরাট অশান্ত করে রেখেছে তারা বাংলাতে অশান্তি ছড়াতে চাইছে। এজন্যই বিহার থেকে অস্ত্র ঠোকানো হচ্ছে। আমরা এই ব্যাপারগুলিকে আটকাবো।
পাল্টা বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেছেন,, "২০১১-র আগে সালে বেআইনি অস্ত্র উদ্ধারের কথা বারবার তৃণমূল । অথচ নিজেরা যখন ক্ষমতায় এল, বেআইনি অস্ত্র মজুত করে গেল। কলকাতা শহরের ভেতরে অস্ত্র নিয়ে পাড়ায় পাড়ায় তৃণমূলের গুন্ডাদের হাতে তুলে দেওয়াই ছিল মূল উদ্দেশ্য। তৃণমূলের আমলে রাজ্যে একাধিক জায়গাতে অস্ত্র কারখানা গড়ে উঠেছে। এগুলো কিভাবে এখানে তৈরি হলো? কার ইন্ধন রয়েছে গুলোতে? জঙ্গিরা কিভাবে অস্ত্র পাচ্ছে এখানে?
অন্যদিকে, শুক্রবার সন্ধেয় গোপন সূত্রে খবর পেয়ে পোস্তায় অভিযান চালিয়ে ৫০ লক্ষ টাকা সহ এক যুবককে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের নাম মহম্মদ নাজিম।তিনদিন আগে পোস্তা থানা এলাকা থেকেই নগদ ৫০ লক্ষ টাকা সহ আরও এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রের খবর, জানুয়ারি মাসে শুধুমাত্র কলকাতা থেকেই উদ্ধার হয়েছে নগদ ২ কোটি টাকা।
নির্বাচন ২০২8 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ফ্যাক্ট চেক
জেলার
খবর
Advertisement