WB Election 2021: বৃদ্ধাশ্রমে বৃদ্ধ-বৃদ্ধাদের টিকাকরণের ব্যবস্থা কমিশনের
নির্বাচনে যাতে সমস্ত ধরনের মানুষ ভোট অংশ নিতে পারে, সে ব্যাপারে সচেতনতা দিতেই নির্বাচন কমিশন বিভিন্ন জায়গায় প্রচার করছে।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: নিজের ভোট নিজে দিন। কথা রাখল কমিশন। বৃদ্ধাশ্রমে থাকা বৃদ্ধ-বৃদ্ধাদের নির্বাচন কমিশন প্রতিশ্রুতি দিয়েছিল ভোটের আগে তাঁদের টিকাকরণ করিয়ে দেবে। সেই অনুযায়ী নির্বাচন কমিশন বৃদ্ধাশ্রম এর বৃদ্ধ-বৃদ্ধাদের টিকাকরণ করাল। নির্বাচনে যাতে সমস্ত ধরনের মানুষ ভোট অংশ নিতে পারে, সে ব্যাপারে সচেতনতা দিতেই নির্বাচন কমিশন বিভিন্ন জায়গায় প্রচার করছে।
উত্তর ২৪ পরগনা জেলায় কমিশন কখনও বিশ্ববিদ্যালয়ে গিয়ে নতুন ছাত্র-ছাত্রীদের ভোটারদেরকে বেলুন উড়িয়ে উৎসাহিত করছেন। কখনও বা ভোট সম্পর্কিত দেওয়াল লিখনের মাধ্যমে প্রতাক করছে। আবার তৃতীয় লিঙ্গের মানুষের কাছে গিয়েও নির্বাচন কমিশন ইতিমধ্যে প্রচার সেরেছেন । প্রথাগতভাবে যারা ভোট দিতে বিরত থাকেন বা ভোট থেকে বাইরে থাকেন তাঁদেরকে ভোট মুখী করার জন্যই কমিশনারের উদ্যোগ । বৃদ্ধাশ্রমের এমন অনেক বৃদ্ধ-বৃদ্ধা থাকেন যারা তাদের সংসারের মায়া ত্যাগ করে বৃদ্ধাশ্রমের এসে উঠেছেন । সেজন্যই গণতান্ত্রিক ক্ষমতা প্রয়োগে তাঁদের আর উৎসাহ থাকে না । সেই উৎসাহ ফিরিয়ে আনতেই নির্বাচন কমিশনে বৃদ্ধাশ্রমের গিয়ে প্রচার করেছিল । তাতেই ভ্যাকসিনের প্রসঙ্গ উঠে আসে গুরুত্বপূর্ণ হবে । এইভাবে নির্বাচনকে কেন্দ্র করে ভ্যাকসিন বৃদ্ধাশ্রম এসে বৃদ্ধদের খোঁজখবর নিয়ে তাদের ভ্যাকসিন করিয়ে দেওয়াতে রীতিমত খুশি বৃদ্ধাশ্রমের বৃদ্ধ-বৃদ্ধারা ।
বৃদ্ধা শিপ্রা ভট্টাচার্য জানান যে কোন বড় কাজ করতে গেলে অনেক সমস্যা আছে। আৎ সেই সমস্যার সমাধান করাটাই মূল বিষয়। নির্বাচনী আধিকারিক মঞ্জুলা বসু জানান, স্বাস্থ্যকেন্দ্রের আজকে যখন ব্যক্তিদের নিয়ে আসা হয় তখন প্রচণ্ড ভিড় ছিল। কিন্তু তা সত্বেও স্বাভাবিক নিয়মেই ওই বৃদ্ধ বৃদ্ধাদের টিকাকরণ করানো হয়েছে। ভোটের সঙ্গে সঙ্গে কোভিড সচেতনতাও গুরুত্ব দিয়ে দেখতে হবে এমনটাই দাবি কমিশনের।
ভোটমুখী বঙ্গে ভারতে ফের ঊর্ধ্বমুখী করোনা-গ্রাফ। আরও বেড়ে দৈনিক আক্রান্তের সংখ্যা ফের পেরোল ৬০ হাজারের গণ্ডি। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যাও বাড়ল। সেইসঙ্গে কমেছে দৈনিক সুস্থতার সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৪ জনের করোনায় মৃত্যু হয়েছে। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৬১ হাজার ২৪০ জনের। আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৯ লক্ষ ৮ হাজার ৯১০। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ১ কোটি ১২ লক্ষ ৯৫ হাজার ২৩ জন।