WB Election 7 Phase Voting: শান্তিপূর্ণ ভোটগ্রহণ সপ্তম দফায়, নির্বাচন শেষে জানাল কমিশন
আজ রাজ্যে ছিল সপ্তম দফার ভোটগ্রহণ
কলকাতা: সপ্তম দফাতে পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। নির্বাচন শেষে এই কথা জানাল জানাল কমিশন। আজ রাজ্যে ছিল সপ্তম দফার ভোটগ্রহণ। নির্বাচন কমিশন জানিয়েছে, ৩৪টি কেন্দ্রে ১১ হাজার ৩৭৬টি বুথে ভোটগ্রহণ হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৭৫.০৬ শতাংশ। কমিশন জানিয়েছে, আজ, সপ্তম দফা পর্যন্ত ৩৩২ কোটি ৯৪ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।
কলকাতা (৪), পশ্চিম বর্ধমান (৯), মুর্শিদাবাদ (৯), মালদা (৬) ও দক্ষিণ দিনাজপুর (৬) এই ৫ জেলার মোট ৩৪ আসনে ভোট ছিল আজ। ভোট হওয়ার কথা ছিল ৩৬ আসনে। কিন্তু মুর্শিদাবাদের সামসেরগঞ্জ ও জঙ্গিপুর কেন্দ্রের প্রার্থীরা করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ায় সেখানে আজ, সোমবার ভোট হয়নি।
এদিকে ভোটের আগের রাতে চাঁচল বিধানসভার আসরাইল এলাকায় বিজেপির সংখ্যালঘু মোর্চার মণ্ডল সভাপতিকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।দলীয় কাজ সেরে ফেরার পথে, রাস্তায় দাঁড় করিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। চাঁচল হাসপাতালে চিকিত্সাধীন ওই বিজেপি নেতা। থানায় অভিযোগ দায়ের হয়েছে। হামলা-যোগ অস্বীকার করেছে তৃণমূল।
মুর্শিদাবাদের সুতি বিধানসভার লক্ষ্মীপুরে ভোটারদের বিজেপিকে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। ভোটারদের অভিযোগ তাঁদের হুমকি দেওয়া হয়েছে। মুর্শিদাবাদে রানিনগরে বিজেপি প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ। তাঁর গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। বিজেপি প্রার্থীর অভিযোগ, তাঁকে সশস্ত্র দুষ্কৃতীরা আটকেও রাখে।ভোটারদের ভোটদানে বাধা ও পোলিং এজেন্টকে বুথে বসতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ পেয়ে তিনি সেখানে আসেন বলে দাবি বিজেপি প্রার্থীর। তাঁর অভিযোগ, ওই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর গাড়ির ওপর হামলা চালায়।পুলিশ পরে বিজেপি প্রার্থীকে এলাকা থেকে বের করে নিয়ে যায়। বিজেপি প্রার্থীর অভিযোগ, এক ঘণ্টা পর পুলিশ আসে।
রাসবিহারীর কংগ্রেস প্রার্থীকে বুথে ঢুকতে ‘বাধা’।আশুতোষ চট্টোপাধ্যায়কে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ।কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ কংগ্রেস প্রার্থীর।কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা কংগ্রেস প্রার্থীর।
আসানসোল দক্ষিণে জেকে নগরে তৃণমূলের ক্যাম্প অফিস ভেঙে দেওযার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। এই অভিযোগ সম্পর্কে প্রতিক্রিয়া পাওয়া যায়নি।নানা বাহানায় ভোটে দেরি করাতে চাইছে তৃণমূল। অভিযোগ আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের। অন্যদিকে, আসানসোল দক্ষিণের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের মন্তব্য, সব জায়গায় ঠিকঠাকই ভোট হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় সন্তোষপ্রকাশ করেছেন তিনি।
হবিবপুর বিধানসভার কেন্দুয়া ব্রতীদল গ্রামীণ সঙ্ঘ গ্রন্থাগারে ২৩০ নম্বর বুথের ভিতরেই বিজেপি প্রার্থীর নামে পোস্টার, দেওয়াল লিখন। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তৃণমূলের। এবিপি আনন্দে এই খবর সম্প্রচারিত হওয়ার পরেই তড়িঘড়ি বিজেপি প্রার্থীর নামে দেওয়াল লিখন মুছে, পোস্টার খুলে দেন নির্বাচন কমিশনের কর্মীরা। বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।