এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
WB Election 2021 Updates: ‘সংসারধর্ম করেননি, একদিন রাজ্য সামলাবেন’, মুখ্যমন্ত্রী পদে দিলীপের পক্ষে সওয়াল সৌমিত্র খাঁর
দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, মুকুল রায়, স্বপন দাশগুপ্ত-এঁদের কাউকে, না কি রাজনীতির বাইরে থেকে বিশেষ কোনও মুখকে সামনে এনে বড়সড় চমক দিতে চাইছে তারা? বিজেপি শীর্ষ নেতৃত্ব অবশ্য ধোঁয়াশা বজায় রাখছেন। তবে এ নিয়ে প্রবল জল্পনার মধ্যেই সাংসদ ও বিজেপি যুব মোর্চা সভাপতি সৌমিত্র খাঁর দাবি, দিলীপ ঘোষই হবেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী।
কলকাতা: রাজ্যে পরিবর্তনের পরিবর্তন ঘটাতে কোমর বেঁধে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। কিন্তু ২০২১-এর বিধানসভা ভোটে কাকে সামনে রেখে বিজেপি যুদ্ধে নামবে? কাকে মুখ্যমন্ত্রী হিসাবে প্রজেক্ট করছে তারা? দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, মুকুল রায়, স্বপন দাশগুপ্ত-এঁদের কাউকে, না কি রাজনীতির বাইরে থেকে বিশেষ কোনও মুখকে সামনে এনে বড়সড় চমক দিতে চাইছে তারা? বিজেপি শীর্ষ নেতৃত্ব অবশ্য ধোঁয়াশা বজায় রাখছেন। তবে এ নিয়ে প্রবল জল্পনার মধ্যেই সাংসদ ও বিজেপি যুব মোর্চা সভাপতি সৌমিত্র খাঁর দাবি, দিলীপ ঘোষই হবেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী।
মমতাকে হারানোর জন্য বাংলার ভূমিপুত্ররাই যথেষ্ট, বাংলার মুখ্যমন্ত্রী বাংলা থেকেই হবেন ইতিমধ্য়েই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সৌরভ গাঙ্গুলি, শুভেন্দু অধিকারীর নাম মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে শোনা যাচ্ছে, এই প্রশ্নের উত্তরেই একথা জানিয়েছিলেন শাহ। এই প্রেক্ষাপটেই এককালে কংগ্রেস করে তৃণমূল হয়ে এখন বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ রাখঢাক না রেখে আগাম ভবিষ্যদ্বাণীই করে ফেললেন। বললেন, দিলীপ ঘোষই হবেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী। কারণ, দিলীপ ঘোষ একজন প্রকৃত নেতা। তিনি কখনও সংসারধর্ম করেননি। আমার দৃঢ় বিশ্বাস, তিনিই একদিন রাজ্য সামলাবেন।
দিলীপবাবু অবশ্য সৌমিত্র খাঁর মন্তব্যে যেমন সিলমোহর দিচ্ছেন না, তেমনই খারিজও করছেন না। তিনি বলেছেন,উনি তো দলের সদস্য, আমি দলের সভাপতি, উনি নিজের কথা বলতেই পারেন। কী হবে তা ভবিষ্যত দেখা যাবে। ভোটেই জিতবে না, তো মুখ্যমন্ত্রী হবে কোথা থেকে? বিজেপির উদ্দেশে কটাক্ষের সুরে বক্তব্য তৃণমূলের।
সৌমিত্রবাবু মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে দিলীপবাবুর হয়ে গলা ফাটাচ্ছেন। কিন্তু তাঁর স্ত্রী কী চাইছেন? সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন সৌমিত্রবাবুর স্ত্রী সুজাতা। স্ত্রী বিরোধী দলের পতাকা হাতে নিতেই লাইভ সাংবাদিক বৈঠকে, চোখের জল মুছতে মুছতে বিবাহ বিচ্ছেদের ঘোষণা করছিলেন সৌমিত্রবাবু। তা শুনে কান্নায় ভেঙে পড়লেও গোপন ইচ্ছাটি গোপনে রাখেননি স্ত্রী সুজাতা। বলেছিলেন, ও বিজেপির জন্য স্ত্রীকে ছেড়ে দিল, বিজেপিকে বলব ওর এই আত্মত্যাগের জন্য ওকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করুক। এখনও ভোটের দিনক্ষণ ঠিক হয়নি। প্রার্থী তালিকাও ঘোষিত হয়নি। তবে মুখ্যমন্ত্রী কে হতে পারেন, তা নিয়ে চর্চা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।
নির্বাচন ২০২8 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement