WB Phase 3 Voting 2021: মন্দিরবাজারে তৃণমূল কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে
তৃণমূলের দাবি, সকাল থেকেই তাদের সমর্থকদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছিল। অভিযোগ জানানোর পর কেন্দ্রীয় বাহিনী আসে, তারপর চলেও যায়। এরপর বেলা যত গড়ায় ততই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তাদের সমর্থকদের ভোট দিতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। এরমধ্যে ভোট দিতে গেলে আক্রান্ত হন তৃণমূলের এক কর্মী। মেরে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। গুলি ও বোমাও ছোঁড়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় আইএসএফের প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।
মন্দির বাজার: দক্ষিণ ২৪ পরগনার মন্দির বাজারে নিশাপুরে উত্তেজনা। তৃণমূল কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। গুলি চালানোর অভিযোগ আইএসএফের বিরুদ্ধে।
রাজ্যে বিধানসভা নির্বাচনের তৃতীয় পর্বে ভোটগ্রহণ চলাকালেই এই ঘটনা ঘটে। তৃণমূল কর্মীরা ভোট দিতে গেলে তাঁদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ও একালায় আতঙ্ক ছড়িয়েছে।
তৃণমূলের দাবি, সকাল থেকেই তাদের সমর্থকদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছিল। অভিযোগ জানানোর পর কেন্দ্রীয় বাহিনী আসে, তারপর চলেও যায়। এরপর বেলা যত গড়ায় ততই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তাদের সমর্থকদের ভোট দিতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। এরমধ্যে ভোট দিতে গেলে আক্রান্ত হন তৃণমূলের এক কর্মী। মেরে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। গুলি ও বোমাও ছোঁড়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় আইএসএফের প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।
হাওড়াতেও সংযুক্ত মোর্চার শরিক আইএসএফের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বাধা অগ্রাহ্য করে ভোট দেওয়ায় তৃণমূল কর্মীর বাড়িতে মোটরভ্যান ও খড়ের গাদায় আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জগৎবল্লভপুর বিধানসভার সুকান্ত পল্লিতে। অভিযোগ অস্বীকার আইএসএফের।
দক্ষিণ ২৪ পরগনায় ভোটগ্রহণ চলাকালে বিভিন্ন অশান্তির খবর এসেছে। জয়নগর বিধানসভার ঠাকুরচক এলাকার বুথ থেকে সিপিএমের এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ। সিপিএম প্রার্থী অপূর্ব প্রামাণিক নিজে এসে বসালেন এজেন্টকে। সিপিএম প্রার্থীর অভিযোগ বুথে তৃণমূল ছাড়া আর কোনও দলেরই এজেন্ট নেই।
ওই বুথের ১০০ মিটারের মধ্যে পুলিশের সামনেই দফায় দফায় বেআইনি জমায়েত। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও তৃণমূলের পতাকা লাগিয়ে রাখার অভিযোগ সিপিএম প্রার্থীর।
নকল ইভিএম নিয়ে এলাকায় ঘুরে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে। বারুইপুর পূর্বের বেলেগাছি এলাকার ১৪৯ নম্বর বুথের ঘটনা। অভিযুক্ত তৃণমূল কর্মীকে গ্রেফতার করল পুলিশ।
বারুইপুর পূর্বের বেলেগাছির বিদ্যাধরী পল্লিতে আক্রান্ত বিজেপি নেতা। মাথা ফাটানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী।